চলন্ত গাড়িতে সিটবেল্ট না পরে ভিডিও ধারণের ঘটনায় জরিমানা গুনতে হচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে।
দেশটির ল্যাঙ্কাশায়ার পুলিশ শুক্রবার নোটিশে জানিয়েছে, লন্ডনের ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে (ঋষি সুনাক) নির্দিষ্ট অর্থ পরিশোধের বিনিময়ে বিচার এড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সিটবেল্ট না পরা যে ভুল ছিল, তা সম্পূর্ণভাবে স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন ঋষি সুনাক, যিনি জরিমানার অর্থ পরিশোধ করবেন।
যুক্তরাজ্যে গাড়িতে সিটবেল্ট থাকার পরও না পরলে যাত্রীকে ১০০ পাউন্ড জরিমানা করা হতে পারে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে জরিমানার অর্থ হতে পারে ৫০০ পাউন্ড পর্যন্ত।
পুলিশের নোটিশ পাওয়ার ২৮ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ কিংবা সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে হয়।
ইংল্যান্ডের উত্তরাঞ্চলে সফরের সময় ল্যাঙ্কাশায়ারে সিটবেল্ট ছাড়া ভিডিওটি ধারণ করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
জনকল্যাণে সরকারের সর্বশেষ ব্যয়বৃদ্ধি নিয়ে করা ওই ভিডিও ঋষি সুনাকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল।
সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে নিয়ম ভঙ্গ করে এক বছরের মধ্যে দুইবার জরিমানার শিকার হয়েছেন ঋষি সুনাক।
করোনাভাইরাস মহামারির মধ্যে ২০২০ সালের জুনে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্মদিন উপলক্ষে জমায়েতে অংশ নেয়ায় ২০২২ সালের এপ্রিলে জরিমানা গুনতে হয় ঋষি সুনাককে। ওই ঘটনায় বরিস ও তার স্ত্রী ক্যারিকেও জরিমানা দিতে হয়।