ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় এক ফুল ব্যবসায়ীর বাড়ি থেকে ১০০ কোটি রুপি মূল্যের ১৫ হাজারের প্রত্নতাত্ত্বিক সামগ্রী উদ্ধার করেছে অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টির সদস্যরা।
জেলার দেগঙ্গায় অভিযান চালিয়ে শনিবার এসব সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।
দেগঙ্গার চন্দ্রকেতুগড়েই ছিল মৌর্য এবং কুষাণ সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান প্রত্নতাত্ত্বিক এসব জিনিসপত্র নিজের সংগ্রহে রেখেছিলেন বলেই বেশ কিছুদিন আগে জানতে পারেন অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টির সদস্যরা।
অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা করে প্রত্নতাত্ত্বিক সামগ্রীগুলো উদ্ধার করেন।
অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টি বিপ্লব রায় বলেন, 'কৌশলে আসাদুজ্জামানের গোডাউনে ঢুকে ১৫ হাজারেরও বেশি প্রত্নতাত্ত্বিক সামগ্রী উদ্ধার করা হয় । যার মধ্যে ১৫টির মতো সামগ্রীর আর্কিওলজিক্যাল সার্ভের বেঙ্গলি সার্টিফিকেট রয়েছে। বাকিগুলোর কোনো সার্টিফিকেট নেই । এর মূল্য ১০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে । যেগুলোর সার্টিফিকেট নেই, সেগুলোর বাজেয়াপ্ত করা হয়েছে ।'