যুক্তরাজ্যের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী আলিরেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে বিবিসি।
যুক্তরাজ্য ও ইরানের নাগরিকত্ব ছিল আকবরীর। ২০১৯ সালে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। দেশের সংবেদনশীল এবং কৌশলগত কেন্দ্রগুলোতে অন্যতম গুরুত্বপূর্ণ অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করা হয়েছিল তাকে।
প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি এবং গোয়েন্দা তথ্য দিয়ে দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার ক্ষতি করার চেষ্টা করার অভিযোগে এই উপমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেয়া হয় বলে ১১ জানুয়ারি জানানো হয়।
গত বুধবার আকবরীর পরিবারের সদস্যদের তার সঙ্গে শেষ দেখা করতে কারাগারে যেতে বলা হয়। সাক্ষাতের পর তার স্ত্রী জানান, তাকে নির্জন কারাগারে নেয়া হয়েছে।
যুক্তরাজ্যের পক্ষ থেকে ইরানের সাবেক এ উপমন্ত্রীকে মুক্তি দেয়ার দাবি জানানো হয়েছিল। দেশটির পররাষ্ট্র সচিব জেমস ক্লেভারলি বলেন, একটি বর্বর শাসন ব্যবস্থার দ্বারা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত কাজ এটি।