পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। তার স্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে স্থানীয় সময় রোববার বলসোনারোর হাজার হাজার সমর্থক দেশটির কংগ্রেস, পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের প্রাসাদে হামলা চালিয়েছেন। হামলার পর এখন দাঙ্গাকারীদের আইনের আওতায় আনতে দেশটিতে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। এখন পর্যন্ত প্রায় দেড় হাজার জনকে আটক করা হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অ্যাডভেন্টহেলথ হাসপাতালে বলসোনারোকে ভর্তি করা হয়েছে। প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার দুই দিন আগে গত ৩১ ডিসেম্বর আমেরিকায় যান তিনি। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের স্ত্রী মিশেল বলসোনারো ইনস্টাগ্রামে লেখেন, ২০১৮ সালে ছুরি হামলার পর বলসোনারো প্রায়ই পেটে ব্যথা অনুভব করেন ।
যুক্তরাষ্ট্রের হাসপাতালটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পায়নি এএফপি।
প্রেসিডেন্ট হিসেবে বামপন্থি নেতা লুই ইনাসিও লুলা দা সিলভার অভিষেকের মাত্র এক সপ্তাহ পর ব্রাজিলে রাজধানীতে সিরিজ হামলা চালিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর সমর্থকরা।
এ হামলার নিন্দা জানিয়ে টুইট করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। তবে এ ঘটনার উসকানিদাতা তিনি নন বলে দাবি করেছেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরে ২০২১ সালে ক্যাপিটলে তাণ্ডব চালিয়েছিলেন তার সমর্থকরা। সে ঘটনারই স্মৃতিচারণা করালেন বলসোনারোর সমর্থকরা।