চীনের জিয়াংজি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার রাতের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সিসিটিভি জানায়, নানচাং কাউন্টিতে শনিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে গভীরভাবে তদন্ত করা হচ্ছে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ দুর্ঘটনার এক ঘণ্টা পর ঘন কুয়াশার জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করে।
ওই নির্দেশিকায় বলা হয়, ‘অনুগ্রহ করে ফগ লাইট ব্যবহারের দিকে মনোযোগ দিন। ধীরগতিতে চালান, সাবধানে গাড়ি চালান; সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, পথচারীদের এড়িয়ে চলুন, লেন পরিবর্তন করবেন না এবং ওভারটেক করবেন না।’
নিরাপত্তাব্যবস্থা পর্যাপ্ত না থাকায় চীনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত মাসে কুয়াশার কারণে চীনের মধ্যাঞ্চলের একটি মহাসড়কে গাড়ির স্তূপ সৃষ্টি হয়। ওই সময় একজন নিহত হন।
এর আগে গত সেপ্টেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে বাস উল্টে ২৭ জন নিহত হন।