বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্রেণিকক্ষে শিক্ষককে গুলি ৬ বছরের শিশুর

  •    
  • ৭ জানুয়ারি, ২০২৩ ১৪:৪৩

অভিযুক্ত ছয় বছর বয়সী শিশুটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এটি কোনো দুর্ঘটনা নয়।

শ্রেণিকক্ষে পাঠদানের সময় ছয় বছরের শিক্ষার্থীর গুলিতে গুরুতর আহত হয়েছেন এক শিক্ষক। এ ঘটনায় অভিযুক্ত ওই শিশুকে পুলিশ হেফাজতে নিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়।

ভার্জিনিয়ার রিচনেক প্রাথমিক স্কুল জানায়, এ ঘটনায় কোনো শিক্ষার্থীর ক্ষতি হয়নি।

স্থানীয় পুলিশপ্রধান স্টিভ ড্রিউ সংবাদ সম্মেলনে বলেন, অভিযুক্ত ছয় বছর বয়সী শিশুটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এটি কোনো দুর্ঘটনা নয়।

পুলিশ জানায়, ৩০ বছর বয়সী ওই শিক্ষক গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ শহরের স্কুল বিভাগের তত্ত্বাবধায়ক জর্জ পার্কার বলেন, ‘আমি হতবাক, এবং আমি হতাশ। তরুণদের কাছে বন্দুক না থাকা নিশ্চিত করতে আমাদের সবার সমর্থন প্রয়োজন।’

যুক্তরাষ্ট্রে স্কুলগুলোতে বন্ধুক হামলার ঘটনা প্রায়ই ঘটে। গত বছরের মে মাসে টেক্সাসে একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিশু নিহত হয়।

যুক্তরাষ্ট্রের স্বাধীন অলাভজনক বেসরকারি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ ডেটাবেসের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে বন্দুকের গুলিতে ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়।

এ বিভাগের আরো খবর