যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ১৫ দফা ভোটের পর স্পিকার নির্বাচিত হলেন রিপাবলিকান পার্টির নেতা কেভিন ম্যাককার্থি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ম্যাকার্থিবিরোধী কয়েকজন রিপাবলিকান সদস্য তাকে ভোট দেন। আর এর মধ্য দিয়ে অবশেষে স্পিকার পেল প্রতিনিধি পরিষদ।
কয়েক দিন ধরে ১৪ বার ভোট করেও যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে কাউকে নির্বাচন করা যায়নি। কিছু রিপাবলিকান সদস্য ম্যাককার্থিকে ভোট না দেয়ায় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছিলেন না তিনি।
১৮৬০ সালের পর এবারই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনের জন্য এতবার ভোটের আয়োজন হলো।
ম্যাককার্থিবিরোধী রিপাবলিকানদের ভাষ্য ছিল, তারা ম্যাককার্থিকে বিশ্বাস করেন না।
এমন পরিস্থিতিতে স্পিকার নির্বাচিত হলে প্রতিনিধি পরিষদে বিরোধী রিপাবলিকানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটির সদস্য করার আশ্বাস দিয়েছিলেন ম্যাককার্থি। সেই সঙ্গে আরও কিছু সুযোগ-সুবিধা দেয়ার কথাও জানিয়েছিলেন তিনি।