বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শীতে কাঁপছে পশ্চিমবঙ্গ

  •    
  • ৬ জানুয়ারি, ২০২৩ ১৩:২৪

কলকাতা শহরে শুক্রবার তাপমাত্রা নেমে গেছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম ।

শীতে কাঁপছে ভারতের পশ্চিমবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা শহরের চলতি শীত মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে শুক্রবার।

এদিন শহরটিতে তাপমাত্রা নেমে গেছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। গত পাঁচ বছরে এটাই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। সেই সঙ্গে উত্তরে হাওয়ার দাপট বাড়বে। উত্তরবঙ্গে তাপমাত্রা আরও কমবে। সেখানে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। পশ্চিমবঙ্গের অন্য সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ও ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে।

আগামী ৮ জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

এ বিভাগের আরো খবর