রাশিয়ার দখলকৃত দোনেৎস্ক অঞ্চলের মাকিইভকায় ইউক্রেনের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ৮৯ রুশ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে মস্কো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সেনাদের অনুমোদনহীন মোবাইলফোন ব্যবহারের কারণে হামলা চালাতে পেরেছে ইউক্রেন।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, নতুন বছরের শুরুর মুহূর্তগুলোতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৪০০ রুশ সেনা নিহতের দাবি করছে ইউক্রেন, তবে বুধবারের আগ পর্যন্ত রাশিয়া দাবি করেছিল, ওই হামলায় তাদের ৬৩ সেনা প্রাণ হারিয়েছেন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে একক হামলায় বড় পরিসরে প্রাণহানির কথা স্বীকার করেনি মস্কো, তবে মাকিইভকায় প্রথমবারের মতো ৬৩ সেনা নিহতের কথা জানায় বৈশ্বিক পরাশক্তিটি।
ইউক্রেনের হামলায় নিহতের হালনাগাদকৃত সংখ্যাটি এক ভিডিওতে পড়ে শোনান রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল সের্গেই সেভরিয়ুকোভ। তিনি বলেন, ‘আমাদের প্রয়াত সহযোদ্ধাদের সংখ্যা বেড়ে ৮৯ হয়েছে।’
এ জেনারেল জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মরদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা বেড়ে নব্বইয়ের কাছাকাছি দাঁড়িয়েছে।
ইউক্রেনের হামলার জন্য রুশ সেনাদের অনুমোদনহীন মোবাইল ব্যবহারকে দায়ী করে সেভরিয়ুকোভ বলেন, ‘এটা এরই মধ্যে পরিষ্কার হয়ে গেছে যে, যা ঘটেছে তার জন্য দায়ী নিষেধাজ্ঞা অমান্য করে শত্রুদের অস্ত্রের সীমার মধ্যে সেনাদের মোবাইল চালু ও ব্যাপক ব্যবহার।’
তিনি আরও বলেন, মোবাইল খোলা থাকায় ইউক্রেনের সেনারা অবস্থান শনাক্ত করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পেরেছে।