চীন থেকে আসা ব্যক্তিদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, ৫ জানুয়ারি থেকে ২ বছরের বেশি বয়সীদের চীন, হংকং ও ম্যাকাও ছাড়ার আগে করোনার নেগেটিভ ফলাফল দেখাতে হবে।
কর্মকর্তারা আরও জানান, চীন থেকে যারা যুক্তরাষ্ট্রে আসবেন তাদের সর্বোচ্চ দুইদিন আগে করোনা পরীক্ষা করতে হবে। বিমানযাত্রার ১০ দিনের বেশি আগে করোনায় পজিটিভ হওয়া ভ্রমণকারীদের জন্য নেগেটিভ ফলাফলসহ সুস্থতার প্রমাণপত্র দেখাতে হবে
বিক্ষোভের মুখে বিধিনিষেধ শিথিলের পর চীনে করোনাভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়ছে। দেশটি থেকে আসা যাত্রীদের ওপর ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছে ভারত, ইতালি, জাপান, মালয়েশিয়া ও তাইওয়ানও।বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে, চীনে প্রতিদিন ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থা জানিয়েছে, করোনায় চীনে ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে।