যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে গৃহযুদ্ধের ভবিষ্যদ্বাণী করে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট হবেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা পরিষদের উপপ্রধান মেদভেদেভ ব্যক্তিগত টেলিগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে এ ভবিষ্যদ্বাণী পোস্ট করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
ভবিষ্যদ্বাণীতে পুতিনের এ সহযোগী বলেন, আগামী বছর জার্মানি ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু হবে। যুক্তরাজ্য আবারও ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে, যা দেশটির পতন ঘটাবে। যুদ্ধ থামানোর জন্য ইউক্রেনের হারানো ভূখণ্ড রাশিয়াকে দেয়ার প্রস্তাব করেছিলেন মাস্ক। এ নিয়ে তার প্রশংসা করেন মেদভেদেভ।
এদিকে পুতিনের সহযোগীর ভবিষ্যদ্বাণীর সমালোচনা করে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা মাস্ক টুইটে বলেন, ‘কাল্পনিক কাহিনী!!!’ যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের রাষ্ট্রবিজ্ঞানী ভ্লাদিমির পাস্তুখভ বলেন, ‘রুশ প্রেসিডেন্টের পৃষ্ঠপোষকতায় এমন ভবিষ্যদ্বাণী করছেন মেদভেদেভ। তার টেলিগ্রাম পোস্টের একজন হলেও পাঠক ছিলেন। আর তিনি হলেন পুতিন।’