রুশ কর্মকর্তারা জানান, রাশিয়াজুড়ে অনিবন্ধিত অনেক বৃদ্ধাশ্রম রয়েছে। ব্যক্তি পর্যায়ে পরিচালিত হওয়ায় সরকার এসব প্রতিষ্ঠান তদারকি করতে পারে না।
রাশিয়ার সাইবেরীয় শহর কেমেরোভোরে অনিবন্ধিত বৃদ্ধাশ্রমে আগুনে ২০ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
রুশ বার্তা সংস্থা তাস বা টিএসএসের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, বৃদ্ধাশ্রমটির দ্বিতীয় তলা পুড়ে গেছে।
তাসের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাস্থলে তীব্র শীতের মধ্যে উদ্ধারকাজ চলছে। শেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।
রুশ কর্মকর্তারা জানান, রাশিয়াজুড়ে অনিবন্ধিত অনেক বৃদ্ধাশ্রম রয়েছে। ব্যক্তিপর্যায়ে পরিচালিত হওয়ায় সরকার এসব প্রতিষ্ঠান তদারকি করতে পারে না।