বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আর্জেন্টিনার উৎসবের কেন্দ্র যে স্মৃতিস্তম্ভ

  •    
  • ২২ ডিসেম্বর, ২০২২ ১৬:১৬

ওবেলিস্ক এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানে একসময় সান নিকোলাস গির্জা ছিল। ওই গির্জাটিতেই ১৮১২ সালে প্রথমবারের মতো আর্জেন্টিনার পতাকা উত্তোলিত হয়।

কাতার বিশ্বকাপ জেতার পর আর্জেন্টাইনদের উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় দেশটির রাজধানী বুয়েনস আইরেসের বিখ্যাত ওবেলিস্ক স্মৃতিস্তম্ভ। বিশ্বকাপের উৎসবস্থল হিসেবে বেশি পরিচিত পেলেও আর্জেন্টাইনদের হাসি,কান্না ও আন্দোলনের সাক্ষী ৬৭ দশমিক ৫ মিটার দীর্ঘের এই স্তম্ভটি। ওবেলিস্কের তাৎপর্য কী?

ওবেলিস্ক এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানে একসময় সান নিকোলাস গির্জা ছিল। ওই গির্জাটিতেই ১৮১২ সালে প্রথমবারের মতো আর্জেন্টিনার পতাকা উত্তোলিত হয়। আর আর্জেন্টিনার প্রথম পতাকা আসে লিওনেল মেসির জন্মের শহর রোসারিওতে।১৯৩৬ সালের ২০ মার্চ ওবেলিস্ক নির্মাণের কাজ শুরু হয়। শেষ হয় একই বছরের ২৩ মে। বুয়েনস আইরেসের ৪০০তম বার্ষিকী স্মরণ করতে এটি নির্মাণ করা হয়।

এর ডিজাইন করেন জার্মান বংশোদ্ভূত বিখ্যাত স্থপতি আলবার্তো প্রিবিশ। ১৯৩৯ সালের জুন মাসে সিটি কাউন্সিল অর্থনৈতিক, নান্দনিক এবং জননিরাপত্তার কারণ উল্লেখ করে ওবেলিস্ক ভেঙে ফেলার প্রস্তাব দেয়া হয়েছিল।

১৯৭৮ সালে আর্জেন্টিনায় সেনাশাসন চলার সময় দেশটি প্রথম বিশ্বকাপ জেতে। ওই বিশ্বকাপ জেতার পরেও আর্জেন্টাইনরা জড়ো হয়েছিল ওবেলিস্কের সামনে। আর্জেন্টিনার আইকনিক রাস্তা আভেন্দিয়া ৯ দি হুলিও ও আভেন্দিয়া করিয়েন্তেসের সংযোগস্থলে অবস্থিত ওবেলিস্ক। এর নিচেই রয়েছে বুয়েনস আইরেস শহরের মেট্রো রেললাইন। দেশটির বিভিন্ন শহর থেকে মানুষজন সহজেই এই স্থানে আসতে পারে।

এ বিভাগের আরো খবর