রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলে জানিয়েছে একাধিক সূত্র।
এসব সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে যাওয়ার কথা রয়েছে জেলেনস্কির, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করার পাশাপাশি যাবেন কংগ্রেসে।
গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এটিই হবে জেলেনস্কির প্রকাশ্য প্রথম কোনো বিদেশ সফর।
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নতুন সামরিক সহায়তা প্যাকেজ আসছে, এমন খবরের মধ্যেই জেলেনস্কির সফর নিয়ে প্রতিবেদন প্রকাশ হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা রয়টার্সকে জানান, নতুন সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে ১৮০ কোটি ডলার দেবে আমেরিকা।
ওই কর্মকর্তারা জানান, প্যাকেজে অর্থ সহায়তার পাশাপাশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও থাকছে।
একটি সূত্র রয়টার্সকে জানায়, বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করার কথা রয়েছে জেলেনস্কির।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি ইউক্রেন প্রেসিডেন্টের মুখপাত্র।
জেলেনস্কির আনুষ্ঠানিক সফরসূচি অনুযায়ী, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে দেশ ছেড়েছিলেন তিনি।