বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কর ফাঁকির মামলায় দোষী ট্রাম্পের প্রতিষ্ঠান

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২২ ১০:০৯

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের প্রচারের মধ্যেই তার প্রতিষ্ঠান দোষী সাব্যস্ত হলো, তবে কর ফাঁকির অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের প্রতিষ্ঠান।

কর ফাঁকির মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিয়েল এস্টেট কোম্পানিকে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্কের আদালত।

আল জাজিরার মঙ্গলবারের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের প্রচারের মধ্যেই তার প্রতিষ্ঠান দোষী সাব্যস্ত হলো, তবে কর ফাঁকির অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের প্রতিষ্ঠান।

কর ফাঁকির মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৩ জানুয়ারি।

আদালত জানায়, কর কর্তৃপক্ষকে ফাঁকি দিতে ১৫ বছর মেয়াদি পরিকল্পনায় জড়িত ছিল ট্রাম্পের কোম্পানি।

দ্য ট্রাম্প অর্গানাইজেশন নামের কোম্পানিটি সারা বিশ্বে হোটেল, গলফ কোর্স ও অন্যান্য আবাসন নির্মাণে যুক্ত। দোষী সাব্যস্ত হওয়ায় এরই মধ্যে কোম্পানিটিকে জরিমানা করা হয়েছে।

দায়িত্ব ছাড়ার পর থেকে বিভিন্ন অভিযোগে যুক্তরাষ্ট্রের একাধিক প্রতিষ্ঠানের তদন্ত চলছে ট্রাম্পের বিরুদ্ধে।

রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্টের বাড়ি থেকে হাজার হাজার সরকারি নথি জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই। এ সংক্রান্ত মামলাটি তদন্ত করছে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন বানচালচেষ্টার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করছে কংগ্রেসের একটি কমিটি।

এ বিভাগের আরো খবর