বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যবসা বাড়াতে ভারতে আসছেন ডনাল্ড ট্রাম্পের ছেলে

  •    
  • ৬ ডিসেম্বর, ২০২২ ১৯:৩৫

ট্রাম্প ফাউডেন্ডশনের এক্সিকিউটিভি ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছেন ট্রাম্প জুনিয়র। বাবার ব্যবসা দেখাশুনা করেন তিনি।

ভারতের বাজারে রিয়েল এস্টেট ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র। এ উপলক্ষে চলতি মাসেই দেশটিতে ভ্রমণে আসছেন তিনি।

যুক্তরাষ্ট্র ভিত্তিক ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে যৌথভাবে কাজ করা ভারতীয় প্রতিষ্ঠান ট্রিবেকা ডেভলপারসের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ট্রাম্প ফাউডেন্ডশনের এক্সিকিউটিভি ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছেন ট্রাম্প জুনিয়র। বাবার ব্যবসা দেখাশুনা করেন তিনি।

ট্রাম্প ব্র্যান্ডের অধীনে ভারতের বিলাসবহুল প্রকল্প তৈরি করতে লোধা গ্রুপ সহ স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ট্রাম্প জুনিয়রের সংস্থা এবং ট্রিবেকা। এখনও পর্যন্ত চারটি বিলাসবহুল প্রকল্প ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে পুনেতে৷

ট্রিবেকার বিবৃতিতে বলা হয়েছে, ট্রিবেকার ১০ বছর পূর্তি উপলক্ষে চলতি মাসে ডনাল্ড ট্রাম্প জুনিয়র ভারতে ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে।

ট্রাম্প জুনিয়রের ভ্রমণের সময় তিনি ও ট্রিবেকার প্রতিষ্ঠাতা কল্পেশ মেহতা ভারতের রিয়েল এস্টেট ব্যবসা বাড়ানো ঘোষণা দিতে পারেন বলে এতে জানানো হয়।

মেহতা বলেন, ‘ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে ট্রিকেবার ব্যবসায়িক সম্পর্কের ১০ বছর হয়ে গেছে। এই সময়ে সম্পর্ক শক্তিশালী হয়েছে। ট্রাম্প জুনিয়র ছাড়া আমাদের উদযাপন সম্পূর্ণ হতো না। তিনি আমাদের সঙ্গে যোগ দেবেন, আমি আনন্দিত।’

তিনি বলেন, ‘ট্রাম্প জুনিয়রের এই সফরের সময় আমরা ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে আমাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এবং অন্য উল্লেখযোগ্য অগ্রগতি ঘোষণা করার পরিকল্পনা করছি।’

এ বিভাগের আরো খবর