গুরুতর অসুস্থ থাকায় সিঁড়ি থেকে পড়ে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকান সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমনটা দাবি করা হয়েছে।
‘জেনারেল এসভিআর’ নামের সাবেক এক রুশ গোয়েন্দা কর্মকর্তার টেলিগ্রাম চ্যানেলের বরাতে এনওয়াই পোস্ট দাবি করে, চলতি সপ্তাহে মস্কোর নিজবাস ভবনে সিঁড়ি থেকে পড়ে যান রুশ প্রেসিডেন্ট। বেশ কয়েক ধাপ গড়িয়ে নিচে নামেন তিনি। এ সময় পাকস্থলিতে ক্যানসার থাকায় অনিচ্ছাকৃত মলত্যাগ করে পোশাকও নোংরা করে ফেলেন পুতিন।
পুতিনের শারীরিক সমস্যা-সংক্রান্ত নানা গুঞ্জনের কথা শোনা যাচ্ছে বেশ কয়েক মাস ধরেই। বিশেষত রাশিয়া ইউক্রেনে হামলা করার পর থেকেই পশ্চিমা গণমাধ্যমগুলো এমন দাবি করছে।
- আরও পড়ুন: আবারও সিঁড়িতে হোঁচট খেলেন বাইডেন
গত মাসেই কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলের সঙ্গে বৈঠকের সময় পুতিনের হাত কাঁপতে দেখা যায়। ওই সময় পুতিনের পা কাঁপতেও দেখা যায়।
পুতিনের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীও জানিয়েছেন, ব্লাড ক্যানসারে ভুগছেন পুতিন।
পুতিনের অসুস্থ হওয়ার খবর এই প্রথম নয়। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র ২০১৪ সালে মার্কিন গণমাধ্যমের এ ধরনের প্রতিবেদনের নিন্দা জানিয়ে বলেন, ‘তাদের ফাঁদ বন্ধ করা উচিত।’