বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডোপ টেস্টে ধরা ভিক্ষুরা, মন্দির খালি

  •    
  • ২৯ নভেম্বর, ২০২২ ১৭:৩৩

বুনলার্ট থিন্তাপথাই নামে এক কর্মকর্তা জানান, উত্তরাঞ্চলীয় প্রদেশ ফেচাবুনের বাং স্যাম ফান জেলার একটি ছোট বৌদ্ধ মন্দিরে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় প্রধান ভিক্ষুসহ চারজনকে বরখাস্ত করা হয়েছে। ওই চারজনই মেথামফেটিন মাদক নিয়েছেন।

ডোপ টেস্ট উৎরাতে না পারায় বরখাস্ত হলেন একটি বৌদ্ধ মন্দিরের সব ভিক্ষু। আর এতে খালি হয়ে পড়েছে মন্দিরটি। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে।

বুনলার্ট থিন্তাপথাই নামে এক কর্মকর্তা জানান, উত্তরাঞ্চলীয় প্রদেশ ফেচাবুনের বাং স্যাম ফান জেলার একটি ছোট বৌদ্ধ মন্দিরে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় প্রধান ভিক্ষুসহ চারজনকে বরখাস্ত করা হয়েছে। ওই চারজনই মেথামফেটিন মাদক নিয়েছেন। মেথামফেটিন একটি স্নায়ুতন্ত্র উত্তেজক ওষুধ; অনেক সময় যা আনন্দদায়ক হিসেবে ব্যবহৃত হয়।

ওই কর্মকর্তা আরও জানান, ডোপ টেস্টে পজিটিভ হওয়ার পর চার ভিক্ষুকে মাদক পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। থাইল্যান্ডজুড়ে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়।

পুলিশ জানায়, সোমবার ভিক্ষুদের প্রস্রাব পরীক্ষার পর তাদের বরখাস্ত করা হয়। তবে কী কারণে মন্দিরের ভিক্ষুদের ডোপ টেস্ট করানো হয়েছিল, তা নিয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

থিন্তাপথাই বলেন, ‘মন্দিরটি এখন ভিক্ষুশূন্য। আর এ কারণে ধর্মীয় কর্মকাণ্ড না করতে পারার শঙ্কায় আছেন আশপাশের গ্রামের মানুষ।

‘স্থানীয় ভিক্ষু প্রধানের কাছে এ বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে। তিনি মন্দিরে কিছু ভিক্ষু দেয়ার প্রতিজ্ঞা করেছেন।’

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক অফিস জানায়, গত বছর থাইল্যান্ডে এ যাবতকালের সবচেয়ে বেশি মেথামফেটামিন মাদক জব্দ করা হয়।

মেথামফেটামিন পাচারের অন্যতম ট্রানজিট পয়েন্ট থাইল্যান্ড। মিয়ানমার হয়ে প্রচুর মেথামফেটামিন ঢোকে দেশটিতে।

থাইল্যান্ডের একটি চাইল্ড কেয়ার সেন্টারে গত মাসে সাবেক এক পুলিশ সদস্যের গুলিতে ৩৭ জন নিহত হয়। মেথামফেটামিন রাখার দায়ে ওই পুলিশ অফিসার পরে বরখাস্ত হন। এ ঘটনার পর দেশজুড়ে মাদকবিরোধী অভিযানের নির্দেশ দেন থাই প্রধানমন্ত্রী প্রয়ুথ চ্যান-ওচা ।

এ বিভাগের আরো খবর