ইরানে পোশাকের স্বাধীনতার আন্দোলনে সমর্থন জানানোয় দেশটির জাতীয় দলের সাবেক এক খেলোয়াড়কে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ওই ফুটবল খেলোয়াড়ের নাম ভোরিয়া গফুরি।
ইরানের সংবাদ সংস্থা ফার্স ও তাসনিমের বরাত দিয়ে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গফুরি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিলেন । সেই সঙ্গে বিশ্বকাপ খেলা দলকেও ছোট করতে চাইছিল।
গফুরি তেহরানের স্থানীয় ফুটবল দল এস্তেঘলালের অধিনায়ক ছিলেন। তিনি কুর্দিদের বিরুদ্ধে হত্যাকাণ্ড বন্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানান।
এর আগেও ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ শরিফের সমালোচনা করে আটক হন গফুরি।
বিশ্লেষকরা মনে করছেন, গফুরিকে গ্রেপ্তারের মাধ্যমে বিশ্বকাপে খেলা দলকে সতর্ক করতে চেয়েছে ইরান সরকার। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে পোশাকের স্বাধীনতার আন্দোলনের সমর্থন দিয়ে জাতীয় সংগীত গায়নি ইরান ফুটবল দল।
ইরান সরকারের অভিযোগ, গফুরি কুর্দি বিচ্ছিন্নতাবাদী। ২০১৮ সালের ইরানের বিশ্বকাপ দলের সদস্য ছিলেন গফুরি। তবে এ বছর তাকে বিশ্বকাপ দলে রাখা হয়নি।
ইরানে ‘সঠিকভাবে’ হিজাব না করার অভিযোগে গ্রেপ্তারের পর কুর্দি তরুণী মাহসা আমিনির পুলিশি হেফাজতে মারা যাওয়ার ঘটনায় দেশজুড়ে কয়েক মাস ধরে চলছে তুমুল বিক্ষোভ।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বৃহস্পতিবার জানিয়েছেন, চলমান বিক্ষোভে নারী ও শিশুসহ প্রায় ১৪ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ছয়জনকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয়েছে।