বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বের সবচেয়ে ‘বুড়ো বিড়াল’ ফ্লসি

  •    
  • ২৪ নভেম্বর, ২০২২ ২৩:০০

ফ্লসির বয়স এখন ২৬ বছর ৩৩০ দিন। বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের তকমা এখন তার।

বিড়াল ভালোবাসেন অনেকেই। গৃহপালিত এই প্রাণীর গড় বয়স ১৪ থেকে ১৮ বছর। তবে দক্ষিণ-পূর্ব লন্ডনের বিড়াল ফ্লসির বয়স শুনলে অবাক হবেন অনেকেই । এই বিড়ালের বয়স এখন ২৬ বছর ৩৩০ দিন! বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের তকমাও জুটেছে ফ্লসির।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্লসির মালিক ভিকি গ্রিন বিবিসিকে বলেন, ‘ফ্লসি একটা আশ্চর্য বিড়াল।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫ সালে জন্ম নেয়া ফ্লসির শুরুতে কোনো আশ্রয় ছিল না। সে মার্সিসাইড হাসপাতালের কাছেই থাকত। সেখান থেকে তাকে এক নারী নিয়ে যায়। ১০ বছর তার সঙ্গেই ছিল ফ্লসি। ওই নারীর মৃত্যুর পর ফ্লসিকে নিয়ে যান তার বোন। তার কাছে ১৪ বছর ছিল ফ্লসি। পরে তার মৃত্যু হলে ফ্লসির দায়িত্ব নেয় ক্যাটস প্রটেকশন নামের একটি চ্যারিটি সংগঠনের কর্মকর্তা ভিকি গ্রিন।

ভিকি বলেন, ‘ফ্লসি বধির। সে এখন চোখেও কম দেখে। তারপরও সে এখনো অনেক প্রাণবন্ত। আমার বাড়িতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি আসবে... এটা কখনও ভাবিনি।’

এ বিভাগের আরো খবর