বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬২

  •    
  • ২১ নভেম্বর, ২০২২ ২৩:২৪

উদ্ধারকর্মীরা বলছেন, শহরের তিনটি হাসপাতালেই আহতদের চিকিৎসা দেয়ার মতো আর পর্যাপ্ত ব্যবস্থা নেই।

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে মৃত বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৭ শতাধিক মানুষ।

বার্তা সংস্থা এএফপির বরাতে এনডিটিভির খবরে বলা হয়, সোমবার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভার সিয়ানজুর শহরের কাছে। এটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পে জাভা দ্বীপের পাশাপাশি রাজধানী জাকার্তার বহুতল ভবনও কেঁপে ওঠে।উদ্ধারকর্মীরা বলছেন, শহরের তিনটি হাসপাতালেই আহতদের চিকিৎসা দেয়ার মতো আর পর্যাপ্ত ব্যবস্থা নেই।

সিয়ানজুর শহরের কাছের একটি গ্রামে থাকেন ৫৫ বছর বয়সী ওমান। ভূমিকম্পের সময় ফ্রাইড রাইস রান্না করছিলেন তিনি।

ওমান বলেন, ‘হঠাৎ আমি চাপা পড়ে যাই। আমি ধ্বংস্তূপের মধ্যে কিছুই করতে পারছিলাম না। এ সময় আমার স্ত্রী বাড়ির বাইরে ছিলেন। ধ্বংসস্তূপ থেকে আমার ছেলে আমাকে বের করে আনে। আমার একটি পা ভেঙে গেছে। আমি জানি না কোথায় যাব । তবে বেঁচে আছি, এতেই খুশি।’ ভূমিকম্পের সময় মায়ের সঙ্গেই ছিলেন ১৯ বছর বয়সী আগাস আজহারি। তিনি জানান, মুহূর্তের মধ্যে তাদের ঘর ধসে পড়ে।

আজহারি বলেন, ‘ধুলায় আমি কিছু দেখছিলাম না। এমন ভূমিকম্প এর আগে আমি আর দেখিনি।’

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অবস্থানে থাকায় ইন্দোনেশিয়া প্রায়ই ভূমিকম্প হয়ে। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর সুমাত্রা দ্বীপে সুনামি আঘাত হানে। ভূমিকম্পের পর সৃষ্ট এই সুনামিতে বিশ্বের ১৪টি দেশে অন্তত ২ লাখ ৩০ হাজার মানুষ নিহত হয়।

এ বিভাগের আরো খবর