বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হামলার স্থান থেকে ফের শুরু হবে ইমরানের লং মার্চ

  • ইয়াসিন আরাফাত    
  • ৬ নভেম্বর, ২০২২ ১৭:৪১

সংবাদ সম্মেলনে পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের প্রধান অভিযোগ করে বলেন, ‘হামলার ঘটনার তিনদিন পার হলেও আমরা এখনও এফআইআর করতে পারিনি।’

যেখানে হামলার শিকার হয়েছিলেন সেখান থেকেই আবার লং মার্চ শুরু করার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

রোববার লাহোরের শওকত খানুম হাসপাতালে একটি সংবাদ সম্মেলনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা এ কথা জানান।

ইমরান খান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মঙ্গলবার ওয়াজিরাবাদের যেখানে আমিসহ আরও ১১ জনকে গুলি করা হয়েছে সেখান থেকেই আবারও লংমার্চ শুরু করব। আমি এখান থেকেই নেতাকর্মীদের নির্দেশনা দেব। আগামী ১০ থেকে ১০ দিনের মধ্যে এটি রাওয়ালপিন্ডি পৌঁছাবে লং মার্চ। সেখানে পৌঁছালেই আমি আবারও লং মার্চে যুক্ত হবো।’

সংবাদ সম্মেলনে পিটিআই নেতা অভিযোগ করে বলেন, ‘হামলার ঘটনার তিনদিন পার হলেও আমরা এখনও এফআইআর করতে পারিনি। কারণ, তারা বলছে ঠিক আছে আমরা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে প্রস্তুত কিন্তু আপনি গোয়েন্দা সদস্য মেজর ফয়সালের বিরুদ্ধে এটি করতে পারবেন না। একটি দেশের সাবেক প্রধানমন্ত্রী যখন এফআইআর করতে না পারে, তাহলে সেটিকে নিয়ে আর কি আশা করা যায়?’ এদিকে ইসলামাবাদ অভিমুখী লংমার্চের ঘটনায় বিচার বিভাগীয় কমিশনের গঠনের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, ‘শেহবাজ শরিফ বিচার বিভাগীর কমিশনের কথা বলেছেন এবং আমি এটাকে স্বাগত জানাই। কিন্তু আমার প্রথম কথা হলো আমি যে তিনজনের নাম দিয়েছি সব এজেন্সিকে তারা নিয়ন্ত্রণ করেন। তাহলে তদন্ত করবে কে?’

আগাম নির্বাচনের দাবিতে পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে আয়োজিত ইসলামাবাদ অভিমুখী লং মার্চে বৃহস্পতিবার ইমরান খানের ওপর বন্দুক হামলা হয়। তার পায়ে গুলি লাগলেও এখন তিনি শঙ্কামুক্ত। তিনি ভর্তি আছেন লাহোরের শওকত খানুম হাসপাতালে।

বন্দুক হামলার পর দেয়া বক্তব্যে ইমরান খান বলেন, ‘হামলার আগের দিন জানতে পারি যে গুজরাটের ওয়াজিরাবাদে তারা আমাকে হত্যার পরিকল্পনা করেছে।’

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আরও দাবি করেন, তাকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রের সঙ্গে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সরাসরি জড়িত।

এ বিভাগের আরো খবর