যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি ওপর হামলা হয়েছে। সান ফ্রান্সিসকোর বাড়িতে স্থানীয় সময় শুক্রবার ভোরে এক ব্যক্তি হাতুড়ি নিয়ে এই হামলা চালায়।
সিএনএনের খবরে বলা হচ্ছে, যে ব্যক্তি পলের ওপর হামলা চালিয়েছেন, তিনি পলের স্ত্রী ন্যান্সিকে খুঁজছিলেন। হামলাকারী বাড়িতে ঢুকে পলকে বলেছিল, ‘ন্যান্সি কোথায়, ন্যান্সি কোথায়?’
ডেমোক্র্যাটিক স্পিকারের অফিস এক বিবৃতিতে জানায়, হামলার পর ৮২ বছরের পল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
তবে পলের আঘাত কেমন তা জানা যায়নি।
ইউএস ক্যাপিটল পুলিশ একটি বিবৃতি জানায়, এফবিআই এবং সান ফ্রান্সিসকো পুলিশ বিষয়টি যৌথভাবে তদন্ত করছে।
‘খবর পেয়ে ইউএসসিপি-র ক্যালিফোর্নিয়া ফিল্ড অফিসের বিশেষ এজেন্টরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একই সঙ্গে ডিপার্টমেন্টের থ্রেট অ্যাসেসমেন্ট বিভাগের তদন্তকারীদের একটি দল এফবিআইকে সহায়তা করার জন্য পাঠানো হয়।’
ন্যান্সি পেলোসির মুখপাত্র ড্রিউ হ্যামিল বলেন, ‘হামলাকারীকে হেফাজতে রাখা হয়েছে। হামলার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ঘটনার সময় স্পিকার ওয়াশিংটনে ছিলেন।’
পুলিশ বলছে, তাদের ধারণা হামলাকারী পেছনের দরজা দিয়ে পেলোসির বাসভবনে ঢুকে পড়েছিল।
স্থানীয় সূত্র বলছে, স্পিকার পেলোসি বাসভবনে না থাকার কারণে নিরাপত্তা ব্যবস্থা এতটা জোরদার ছিল না। বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ তদন্তে সহায়তা করতে পারে।
এ ঘটনার পরপর প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলেন স্পিকার পেলোসির সঙ্গে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট পল পেলোসি এবং স্পিকার পেলোসির পরিবারের জন্য প্রার্থনা করেছেন। সকালে তিনি এই ভয়ানক হামলার পর স্পিকার পেলোসিকে সাহস যোগাতে ফোন করেন।
সিনেট জিওপি নেতা মিচ ম্যাককনেল শুক্রবার এক টুইট বার্তায় বলেন, ‘পেলোসিকে তার বাড়িতে লাঞ্ছিত করা হয়েছে এমন খবরে আতঙ্কিত এবং বিরক্ত।
‘পল সম্পূর্ণ সুস্থ হওয়ার পথে। ক্যাপিটল পুলিশসহ আইন প্রয়োগকারীরা এই মামলায় যুক্ত হয়েছেন শুনে আমি কৃতজ্ঞ।’
পেলোসি দম্পতি ঘর বাঁধেন ১৯৬৩ সালে। তাদের পাঁচ সন্তান।