বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুগলকে ফের জরিমানা করল ভারত

  •    
  • ২৬ অক্টোবর, ২০২২ ১৮:৩৮

সিসিআইয়ের সিদ্ধান্তকে ভারতীয় ভোক্তা এবং ব্যবসার জন্য বড় ধাক্কা বলছে গুগল। আদেশটি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে প্রযুক্তি জায়ান্টি।

এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার গুগলকে জরিমানা করল ভারত। অ্যান্টি কমপেটেটিভ প্র্যাকটিসের দায়ে দেশটির কমপিটিশন রেগুলেটর বুধবার প্রযুক্তি জায়ান্টকে ৯০০ কোটি রুপি জরিমানা করেছে। এটি এমন একটি চর্চা যেখানে এক বা একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অন্য প্রতিষ্ঠানের পক্ষে ওই বাজারে প্রবেশ করা বা সফল হওয়া অসম্ভব হয়ে ওঠে না।

কমপিটিশন রেগুলেটর বলছে, অ্যাপ স্টোরে গুগল তার প্রভাবশালী অবস্থানের ‘অপব্যবহার’ করেছে। এর ফলে অ্যাপ ডেভেলপাররা ইন-অ্যাপ পেমেন্ট সিস্টেম (আইএপি) ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। আইএপি এমন একটি পরিষেবা যার মাধ্যমে ভার্চুয়ালি পণ্য কেনা যায়।

জরিমানার পাশাপাশি ডেভেলপারদের থার্ড-পার্টি বিলিং বা পেমেন্ট পরিষেবা ব্যবহারে বাধা না দিতে গুগলকে নির্দেশ দিয়েছে কমপিটিশন রেগুলেটর।

দায় স্বীকার না করলেও অভিযোগ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ‘অল্প খরচে আমাদের মডেলটি ভারতের ডিজিটাল রূপান্তরকে শক্তিশালী করেছে। এতে কোটি কোটি ভারতীয় ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে।

‘ব্যবহারকারী এবং ডেভেলপারদের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পরবর্তী পদক্ষেপগুলো মূল্যায়ন করার সিদ্ধান্তটি পর্যালোচনা করছি।’

মঙ্গলবার প্রকাশিত ১৯৯ পৃষ্ঠার আদেশে কমপিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই) জানায়, গুগল তার প্লে স্টোরে এমন কিছু নীতি প্রয়োগ করছে যার কারণে ডেভেলপারদের অ্যাপ এবং ইন-অ্যাপ বিতরণ বা বিক্রির জন্য ‘একচেটিয়াভাবে’ অর্থপ্রদানের ব্যবস্থা ব্যবহার করতে হয়।

রয়টার্স বলছে, অ্যাপ ডেভেলপারদের জন্য থার্ড পার্টি বিলিং/পেমেন্ট প্রসেসিং পরিষেবাগুলো যেন বাঁধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করাসহ আটটি প্রতিকার বা অপারেশন সামঞ্জস্য গ্রহণ করতে গুগলকে বলেছিল কমপিটিশন রেগুলেটর। আর এজন্য তিন মাস সময় বেঁধে দেয়া হয়েছিল।

সিসিআই বলছে, অ্যাপ ডেভেলপারদের সঙ্গে যোগাযোগের স্বচ্ছতা এবং দাবি করা পরিষেবা ফি'র বিষয়টি গুগলকে নিশ্চিত করতে হবে।

ভারতে একাধিক আস্থাবিরোধী অভিযোগের মুখোমুখি হওয়া গুগলের জন্য আদেশটি সর্বশেষ ধাক্কা। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ব্যবহার করে বাজারে আধিপত্য বিস্তারের দায়ে গত সপ্তাহে গুগলকে ১৩০ কোটি রুপি জরিমানা করা হয়।

এ বিভাগের আরো খবর