ভারতের দিল্লির কাছে নয়দায় এক অ্যাপার্টমেন্ট ভবনে একটি বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুর মৃত্যু হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের এই ঘটনায় শিশুটির মৃত্যুর পরে বিক্ষুব্ধ বাসিন্দারা প্রতিবাদ করেন। তাদের অভিযোগ নগর কর্তৃপক্ষ বেওয়ারিশ কুকুরসংক্রান্ত সমস্যার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।
যদিও পুলিশ বলছে উল্টো কথা।
পুলিশের দাবি, নগর সংস্থাগুলোকে বেওয়ারিশ কুকুর ধরতে পাঠানো হয়েছিল। যারা কুকুর ধরতে এসেছিল, বাসিন্দারা তাদের তাড়িয়ে দিয়েছিল।
যেই কমপ্লেক্সে কুকুরের হামলার ঘটনা ঘটেছে সেখানকার বাসিন্দারা বলছেন, নগর সংস্থাগুলো বেওয়ারিশ কুকুরকে টিকা দিতে ব্যর্থ হয়েছে।
এদিকে নয়দার বাসিন্দা ধরম বীর যাদব জানিয়েছেন, সাত মাস বয়সী শিশুটিকে আক্রমণের পর গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
যাদব বলেন, ‘দুর্ভাগ্যবশ্যত আমরা গভীর রাতে শিশুটিকে হারিয়েছি।’
পুলিশ অফিসার রজনীশ ভার্মা জানিয়েছেন, ঘটনাটি গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে নয়দার সেক্টর ১০০-এর লোটাস বুলেভার্ড অ্যাপার্টমেন্টে ঘটেছে।
শিশুটির বাবা-মা দুইজনই নির্মাণশ্রমিক। বেওয়ারিশ কুকুরের আক্রমণের সময় বাবা-মা দুজনই কাজে ছিলেন এবং শিশুটিকে নিজেদের কাছেই রেখেছিলেন।