ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের দায়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে রুশ পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ৫ জন রাশিয়ান, বাকিরা ইউক্রেন ও আর্মেনিয়ার। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বুধবার এসব জানিয়েছে।
এফএসবি জানায়, বিস্ফোরকগুলো প্লাস্টিকের ফিল্ম রোলে মোড়ানো ছিল। জাহাজে করে আগস্টে ইউক্রেনের ওডেসা বন্দর থেকে বুলগেরিয়া, জর্জিয়া এবং আর্মেনিয়া হয়ে এগুলো রাশিয়ায় ঢুকেছিল।
রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া সংযোগ সেতুতে শনিবার স্থানীয় সময় ভোরে প্রচণ্ড বিস্ফোরণ হয়। এতে সেতুর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কোর দাবী, বিস্ফোরণে ৪ জনের মৃত্যু হয়েছে।
সংযোগ সেতুটি কার্চ ব্রিজ নামেও পরিচিত। এটি দক্ষিণ ইউক্রেনে রুশ বাহিনীর গুরুত্বপূর্ণ সরবরাহ রুট।
সেতুতে বিস্ফোরণের ঘটনায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় ইউক্রেনীয় কর্মকর্তাদের। তবে তারা হামলার দায় স্বীকার করেননি।
এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে দেখছে রাশিয়া। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা ও এটির পরিচালক কিরিলো বুদানভকে এই হামলার পরিকল্পনাকারী বলছে ক্রেমলিন। হামলায় জড়িত সন্দেহে ১২ জনকে শনাক্ত করা হয়েছে বলেও জানায় এফএসবি।
এদিকে ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনায় রাশিয়ার তদন্তকে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। ইউক্রেনের সিনিয়র এক কর্মকর্তা রাশিয়ার তদন্তকে প্রত্যাখ্যান করেছেন। ইউক্রেনের পাবলিক ব্রডকাস্টার সাসপিলন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র আন্দ্রি ইউসভকে উদ্ধৃত করে বলেছেন, ‘এফএসবি এবং তদন্ত কমিটির পুরো কার্যক্রমই ভুয়া।
‘এফএসবি পুতিনের কথায় কাজ করে। সংস্থাটি পুতিনের স্বার্থের বিরুদ্ধে যাবে না। তাই এ ঘটনায় আমরা নিশ্চিতভাবে কোনো মন্তব্য করব না।’
শনিবারের বিস্ফোরণে ১৯ কিমি (১২ মাইল) দীর্ঘ সেতুর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। অস্থায়ীভাবে এটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
ক্রিমিয়া সেতুটি ২০১৮ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে চালু করেছিলেন। এটি রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। ইউক্রেন অভিযানের পর এটির গুরুত্ব আরও বেড়েছে। এই সেতু দিয়েই দক্ষিণ ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ান সেনাদের সব ধরনের সরঞ্জাম সরবরাহ করা হতো।