বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিক্ষোভে ২০০ ছাড়াল মৃত্যু, তেহরানের রাস্তায় আইনজীবীরা

  •    
  • ১২ অক্টোবর, ২০২২ ১৯:৩০

ইরানে চলমান বিক্ষোভে বিভিন্ন পেশাজীবীরা একের পর এক যোগ দিচ্ছেন। দেশটির বুশেহের, আসালুয়ে এবং আবাদান প্রদেশের তেল শ্রমিকেরাও ধর্মঘট শুরু করেছেন। সরকারের দমনপীড়নের বিরুদ্ধে রাজধানী তেহরানে বুধবার বিক্ষোভ করেন আইনজীবীরা। এ সময় তারা ‘আমরা জনগণের পক্ষে’, ‘শহিদের স্যালুট জানাই’ বলে স্লোগান দেন।    

ইরানে নারীর পোশাকের স্বাধীনতা দাবিতে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। নারীদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে একের পর এক পেশাজীবীরা যোগ দিচ্ছেন। ইরানের তেল শ্রমিকদের পর আন্দোলনে সমর্থন জানিয়ে সবশেষ বিক্ষোভে নেমেছেন দেশটির আইনজীবীরা।

এর আগে আন্দোলনে সংহতি জানিয়ে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল শিক্ষার্থীরাও প্রতিবাদে যোগ দেন। নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমন-নিপীড়নের মুখেও রাজধানী তেহরানসহ দেশের প্রায় প্রতিটি অঞ্চলে ছড়িয়ে গেছে বিক্ষোভ।

পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর সঙ্গে এক পুলিশ কর্মকর্তার হাতে বালুচ কিশোরীর ধর্ষণের ঘটনা ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় অন্দোলন পরিণত হয়েছে সরকারবিরোধী বিক্ষোভে।

মাহসার মৃত্যুর পর ১৬ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে চলমান বিক্ষোভে বুধবার ২৭ দিনে গড়িয়েছে।

অসলোভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের (আইএইচআর) সবশেষ তথ্য অনুযায়ী, ইরান বিক্ষোভে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২০১ জন। এর মধ্যে ১৮ বছরের কম বয়সী আছে ২৩ জন।

আইএইচআরের তথ্য অনুযায়ী, সিস্তান-বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহরে সবচেয়ে বেশি ৯৩ জন প্রাণ হারিয়েছেন।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের চাবাহার শহরের পুলশ প্রধানের হাতে এক কিশোরী ধর্ষণের প্রতিবাদ জানাতে জাহেদানে ৩০ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর শুরু হয় বিক্ষোভ। এতে নিরাপত্তা বাহিনী গুলি চালালে বহু মানুষ হতাহত হন। বেলুচ অ্যাক্টিভিস্ট ক্যাম্পেইন সেদিন নিহত ৪১ জনের নাম প্রকাশ করে। তবে পরে নিহতের সংখ্যা বেড়ে ৯৩-তে পৌঁছায় বলে জানিয়েছে আইএইচআর।

জাহেদানে বিক্ষোভের সময় সিস্তান-বেলুচিস্তানে ইসলামী বিপ্লবি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান আলী মুসাভিও গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

আইএইচআর বলছে, গত ২৭ দিনে ইরানের মোট ১৮টি প্রদেশে প্রাণহানির ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত অনেকেই গ্রেপ্তার এড়াতে হাসপাতালে ভর্তি হচ্ছেন না। বাড়িতে গোপনে চিকিৎসা চলছে অনেকের।

এসব ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম। তিনি বলেন, ‘ইরানে, বিশেষ করে জাহেদানে বিক্ষোভকারীদের হত্যা একটি মানবতাবিরোধী অপরাধের সমান। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এটিসহ ইরানের সম্প্রতি অন্য অপরাধগুলোর তদন্ত করা।’

চলমান বিক্ষোভে বিভিন্ন পেশাজীবীরা একেরপর এক যোগ দিচ্ছেন। ইরানের দক্ষিণের বুশেহের প্রদেশের তেল পরিশোধন কেন্দ্র বুশেহের পেট্রোকেমিক্যাল কোম্পানির (বিইউপিসি) শ্রমিকরা সোমবার বিক্ষোভে সংহতি জানিয়ে ধর্মঘট শুরু করেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে ‘খামিনির মৃত্যু চাই’ স্লোগান দিয়ে মিছিলও করেন শ্রমিকরা।

বুশেহের পেট্রোকেমিক্যাল কোম্পানির (বিইউপিসি) যাত্রা শুরু ২০১৫ সালে। দেশটির বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট হিসেবে পরিচিত এই বিইউপিসির বছরে ৬৬ লাখ টন পেট্রোকেমিক্যাল (অপরিশোধিত তেলের উপজাত) উৎপাদনের সক্ষমতা রয়েছে।

বুশেহের পাশাপাশি আসালুয়ে এবং আবাদান প্রদেশের তেল শ্রমিকেরাও বিক্ষোভ ও ধর্মঘট শুরু করেছেন।

তেল কোম্পানিতে চুক্তিভিত্তিক শ্রমিকদের সংগঠন সোমবার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আগে হুঁশিয়ারি দিয়ে বলেছিলাম, আমাদের সচেতন এবং সাহসী কর্মীরা জনগণের ওপর দমনপীড়ন ও হত্যার মুখে নীরব ও নিষ্ক্রিয় থাকবেন না। তারা জনগণের সঙ্গে ঐক্যৈবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবেন।

‘এটি শুরু হয়ে গেছে। আমরা সারা দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

এই বিক্ষোভে এরই মধ্যে একাত্মতা ঘোষণা করেছেন বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীরা। তাদের ডাকা ধর্মঘটে ইরানের বেশ কয়েকটি অঞ্চলে দোকানপাট, ছোট ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সরকারের দমনপীড়নের বিরুদ্ধে রাজধানী তেহরানে বুধবার বিক্ষোভ করেন আইনজীবীরা। এ সময় তারা ‘আমরা জনগণের পক্ষে’, ‘শহিদের স্যালুট জানাই’ বলে স্লোগান দেন।

Ongoing #IranProtests todayLawyers protesting in front of the Iranian Bar Association in Tehran--before they were teargassed--chanting: “Lawyers support the people! We salute the martyrs!” #MahsaAmini #مهسا_امینی pic.twitter.com/Tq1rdS7C6L

— IranHumanRights.org (@ICHRI) October 12, 2022

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায় এই আন্দোলনে স্কুলছাত্রীরাও যোগ দিয়েছে। তারা মাথার হিজাব খুলে ‘স্বৈরাচারের মৃত্যু চাই’ স্লোগান দিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ছবি পদদলিত করতেও দেখা গেছে

একটি ভিডিওতে একদল তরুণীকে ফুটওভার ব্রিজের ওপর থেকে আয়াতুল্লাহ আলী খামেনি ও ইব্রাহিম রাইসির ছবি রাস্তায় ছুড়ে ফেলতে দেখা যায়।

نسل جوان به کابوسی برای دیکتاتور تبدیل شده#مهسا_امینیpic.twitter.com/Rlo8LdWjyv

— اسرائیل به فارسی (@IsraelPersian) October 12, 2022

তবে চলমান বিক্ষোভে অংশগ্রহণকারীদের ‘ইসরায়েলের সেনা’ হিসেবে অভিহিত করছে সরকার ও হিজাবপন্থিরা। এরই মধ্যে তারাও বিক্ষোভ করেছে এবং সেই বিক্ষোভ সরাসরি সম্প্রচার করা হয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে।

কুর্দি নারী মাহসা আমিনিকে গত ১৩ সেপ্টেম্বর তেহরানের ‘নৈতিকতা পুলিশ’ গ্রেপ্তার করে। ইরানের দক্ষিণাঞ্চল থেকে তেহরানে ঘুরতে আসা মাহসাকে একটি মেট্রো স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সঠিকভাবে হিজাব করেননি।

পুলিশ হেফাজতে থাকার সময়েই মাহসা অসুস্থ হয়ে পড়েন, এরপর তিনি কোমায় চলে যান। হাসপাতালে চিকিৎসাধীন ১৬ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। পুলিশ মাহসাকে হেফাজতে নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেও পরিবারের অভিযোগ গ্রেপ্তারের পর তাকে পেটানো হয়।

মাহসার মৃত্যুর পর রাস্তায় বিক্ষোভের পাশাপাশি ফেসবুক ও টুইটারে #mahsaamini, #Mahsa_Amini, #IranProtests হ্যাশট্যাগ ব্যবহার করে চলছে প্রতিবাদ।

ইরানে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পরই নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক করা হয়। দেশটির ধর্মীয় শাসকদের কাছে নারীদের জন্য এটি ‘অতিক্রম-অযোগ্য সীমারেখা’। বাধ্যতামূলক এই পোশাকবিধি মুসলিম নারীসহ ইরানের সব জাতিগোষ্ঠী ও ধর্মের নারীদের জন্য প্রযোজ্য।

হিজাব আইন আরও কঠোরভাবে প্রয়োগের জন্য চলতি বছরের ৫ জুলাই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি আদেশ জারি করেন। এর মাধ্যমে ‘সঠিক নিয়মে’ পোশাকবিধি অনুসরণ না করা নারীদের সরকারি সব অফিস, ব্যাংক এবং গণপরিবহনে নিষিদ্ধ করা হয়েছে।

এ ঘটনায় গত জুলাইয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে #no2hijab হ্যাশট্যাগ দিয়ে শুরু হয় প্রতিবাদ। দেশটির নারী অধিকারকর্মীরা ১২ জুলাই সরকারঘোষিত জাতীয় হিজাব ও সতীত্ব দিবসে প্রকাশ্যে তাদের বোরকা ও হিজাব সরানোর ভিডিও পোস্ট করেন।

এ বিভাগের আরো খবর