ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরার ৫ সাংবাদিক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের তাঁবুতে এই হামলা চালানো হয়।
নিহত সাংবাদিকরা হলেন:
- আনাস আল-শরিফ (২৮), প্রধান সংবাদদাতা
- মোহাম্মদ ক্রিকেহ, ক্যামেরা অপারেটর
- ইব্রাহিম জাহের, ফিল্ড রিপোর্টার
- মোহাম্মদ নওফাল, প্রযোজক
- মোমেন আলিওয়া, টেকনিশিয়ান
আনাস আল-শরিফের শেষ টুইটে গাজার আকাশে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের ভয়াবহ দৃশ্য বর্ণনা করা ছিল। হামলার কিছুক্ষণ আগে তিনি লিখেছিলেন, "গাজার পূর্ব ও দক্ষিণে ভয়াবহ বোমাবর্ষণ চলছে।"
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, আল-শরিফ হামাসের সাথে যুক্ত ছিলেন। তবে মানবাধিকার সংগঠন ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটর বলেছে, "তিনি শুধুই একজন সাংবাদিক ছিলেন, সহিংসতার সাথে তার কোনো সম্পর্ক নেই।"
আলজাজিরা এই হামলাকে "সাংবাদিকদের লক্ষ্য করে ইসরায়েলের উসকানিমূলক প্রচারণা" বলে নিন্দা জানিয়েছে। গত এক মাসে গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা এখন ১২ জনে পৌঁছেছে।