বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের পর এবার কাঁপল কিয়েভ

  •    
  • ১০ অক্টোবর, ২০২২ ১২:৩৭

ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভূখণ্ডকে সংযোগকারী সেতুতে বিস্ফোরণের এক দিন পরই ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা করেছেন রাশিয়ার সেনারা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র উড়তে দেখা গেছে। তবে হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

বেশ কয়েকটি বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। দীর্ঘদিন পর রাজধানী লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডে সংযোগকারী সেতুতে বিস্ফোরণের ঘটনায় ইউক্রেনকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর এক দিন পরই আজ স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো শহরের শেভচেঙ্কো জেলায় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ক্ষেপণাস্ত্র আঘাত করা স্থানে ধোঁয়া উড়তে দেখা গেছে।

ক্রিমিয়া সেতুতে বোমা হামলা চালানোর প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

ভ্লাদিমির পুতিন বলেছিলেন, হামলাটি একটি সন্ত্রাসী কাজ এবং এর প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করার জন্য নিরাপত্তাপ্রধানদের সঙ্গে আজ তার বৈঠকে বসার কথা।

ইউক্রেনে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত মেলিন্ডা সিমন্ডস বলেছেন, ‘আহতদের নিয়েই এখন আমার চিন্তাভাবনা। ইউক্রেনীয় জরুরি বিভাগের কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা।’

অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা গেছে, একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাতের আগে শহরের ওপর দিয়ে উড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এটি ক্রুজ ক্ষেপণাস্ত্র।

এ বিভাগের আরো খবর