ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১২ জন। ইউক্রেন কর্তৃপক্ষের পক্ষ থেকে এমনটা দাবি করা হয়েছে। আল জাজিরা এ খবর জানিয়েছে।
অবশ্য এর আগে জাপোরিঝিয়া সিটি কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়েছিল, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় রোববার জাপোরিঝিয়া সিটি কাউন্সিলের সচিব আনাতোলিয়া খারতেব বলেন, ‘শনিবার রাতভর জাপোরিঝিয়ায় অন্তত ১৭টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে কমপক্ষে ২০ বাড়িঘর ও ৫০ বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হয়েছে অন্তত ১২ জন।’
তবে পরে ইউক্রেন সরকারের পক্ষ থেকে কমপক্ষে ১২ জন নিহত হওয়ার তথ্য জানানো হয়।
রাশিয়ার সঙ্গে ক্রিমিয়াকে সংযোগকারী ইউরোপের দীর্ঘতম ক্রিমিয়া সেতুতে শনিবারের হামলার কয়েক ঘণ্টার মধ্যে এই হামলা চালায় মস্কো, জানিয়েছেন এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, ‘রাতভর এই হামলার লক্ষ্য ছিল আবাসিক ভবন ও টাওয়ার। দক্ষিণাঞ্চলীয় এই শহরটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি হামলার শিকার হচ্ছে।’
গত বৃহস্পতিবার এই জাপোরিঝিয়া শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয় কমপক্ষে ১৪ জন।
এর কয়েক ঘণ্টা আগে, বেসামরিক নাগরিকদের বহনকারী গাড়িবহরে হামলায় নিহত হয়েছে অন্তত ৩০ জন। এই হামলার জন্য রুশ বাহিনীকে দায়ী করেছে ইউক্রেন।
চলতি বছর ৩ মার্চ জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় রুশ সেনারা।
এর আগে কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়, রাশিয়ার ট্যাংকের গোলার আঘাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লাগে। শুরুর দিকে আগুন নেভাতেও বাধা দেয়া হয়েছে রুশ সেনাদের পক্ষ থেকে।
ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এই জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ইউক্রেনের চাহিদার চার ভাগের এক ভাগ বিদ্যুতের জোগান দেয় এই কেন্দ্রটি।
চলতি বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া।