বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা মমতার

  •    
  • ৫ অক্টোবর, ২০২২ ১৫:১৮

রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়া, দশেরা। বিশেষ করে মাতৃ পূজার আরাধনা। আপনাদের নিশ্চয়ই মন খারাপ হয়। কিন্তু মা আবার আসবেন বলে আমরা উৎসাহিত হই। এটা মার চলে যাওয়া নয়, মা আমাদের হৃদয়ের মধ্যে থাকেন। তাই মিষ্টি মুখে একটাই চাওয়া সবাই যেন ভালো থাকে। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে।’

দুর্গাপূজার আজ দশমী। দুর্গা প্রতিমা বিসর্জনের দিন। দেবী দুর্গার অসুর নিধন পর্বের শেষে ধর্মীয় রীতি অনুযায়ী একে অপরকে বিজয়ার শুভেচ্ছা জানান মানুষ। এ দিন রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়া, দশেরা। বিশেষ করে মাতৃ পূজার আরাধনা। আপনাদের নিশ্চয়ই মন খারাপ হয়। কিন্তু মা আবার আসবেন বলে, আমরা উৎসাহিত হই। এটা মার চলে যাওয়া নয়, মা আমাদের হৃদয়ের মধ্যে থাকেন। তাই মিষ্টি মুখে একটাই চাওয়া সবাই যেন ভালো থাকে। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে।’

শাস্ত্রমতে দেবী দুর্গার নিরঞ্জন হয় দর্পণে। এরপর শুরু হয় শুভেচ্ছা বিনিময়। সিঁদুর খেলা। গঙ্গার জলে দুর্গা প্রতিমার আনুষ্ঠানিক বিসর্জনের পর শুরু হয় কোলাকুলি। মিষ্টিমুখ।

আজ থেকে আগামী ৪ দিন দুর্গা প্রতিমা বিসর্জন চলবে কলকাতা পৌরসভা ও পুলিশের নির্দিষ্ট করে দেয়া ১৬টি গঙ্গার ঘাটে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক পুলিশ প্রশাসন। প্রত্যেকটি বিসর্জন ঘটে থাকবে অতিরিক্ত পুলিশ। হাজির থাকছে, দুর্ঘটনা মোকাবিলার দল। জলপথ, স্থলপথে চলবে পুলিশি নজরদারি। থাকছে, ৭টি ওয়াচ টাওয়ার। সিসিটিভি ক্যামেরা।

গত বছরের মতো এবছরও নাচ, হুল্লোর, ডিজে চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতার ২৩৮টি জায়গায় পুলিশ পিকেট বসেছে। ভিড় এড়াতে প্রতিমা বিসর্জন দেখার জন্য নিমতলা ঘাট এবং বাজা কদমতলা ঘাটে জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে।

বৃষ্টির বাধা অতিক্রম করে রাজ্যের মানুষ শারদ উৎসবে মেতে ওঠেন। কলকাতার গলি থেকে রাজপথ দর্শনার্থীদের দখলে চলে যায়। মণ্ডপে মণ্ডপে ভিড় উপচে পড়ে।

শাস্ত্র মতে, আজ প্রতিমা নিরঞ্জন হলেও বহু পূজা মণ্ডপে আগামী কয়েক দিন প্রতিমা থাকবে। কলকাতায় দুর্গা প্রতিমা দর্শন চলবে আরও কয়েকদিন। ৮ অক্টোবর কলকাতায় দুর্গাপূজার কার্নিভাল।

এ বিভাগের আরো খবর