বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কালা জাদুর অভিযোগে ঘরছাড়া করা অপ্রত্যাশিত: কলকাতা হাইকোর্ট

  •    
  • ১৭ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৫০

কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক এক ধরনের অতিপ্রাকৃত শক্তি বলে মনে করা হয়, যা অন্যের ক্ষতি সাধন করতে ব্যবহার করা হয়। জাদু, বশীকরণ, বানমারা, তাবিজ, টোনা ইত্যাদিকে কালা জাদু বলা হয়। যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

বর্তমান সময়ে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করার অভিযোগে কাউকে ঘরছাড়া করার অভিযোগ অপ্রত্যাশিত বলে অভিযুক্ত একটি পরিবারকে ঘরে ফেরানোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।

শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা থানার পুলিশি নিষ্ক্রিয়তার মামলায় এই তাৎপর্যপূর্ণ রায় দিয়ে কালা জাদুতে অভিযুক্ত পরিবারকে নিরাপত্তা দেয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

২০১৯ সালের ২২ আগস্ট উত্তর চব্বিশ পরগনার কাবিলপুর গ্রামে কালা জাদু করে এক শিশুকে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে ঘোষ পরিবারের বিরুদ্ধে।

আরও দুজন শিশুকে খুন করবার চেষ্টা করা হচ্ছে বলে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে নিত্যানন্দ ঘোষ ও আলপনা ঘোষের পরিবারের ওপর চড়াও হয়। তাদের বাড়ি ভাঙচুর করে, বাড়িতে আগুন লাগিয়ে দেয় গ্রামবাসী।

এই ঘটনায় উলটো আলপনা ঘোষ ও নিত্যানন্দ ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। শুরু হয় মামলা। পরে আদালতের নির্দেশে ঘোষ দম্পতি জামিন পেয়ে যান।

কিন্তু কাবিলপুর গ্রামবাসীর বিরোধিতার মুখে পড়ে নিজেদের বাড়িতে ফিরতে পারেননি ওই দম্পতি। স্বরূপনগর থানার পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। কালা জাদুতে অভিযুক্ত দম্পতি তাদের ঘরে ফেরার জন্য পুলিশ কোনো সহযোগিতা করছে না বলে মামলা করেন।

সেই মামলার রায়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা বলেন, 'কালা জাদু' অভিযোগে কাউকে গ্রাম ছাড়া করা যায় না। বর্তমান সময়ে কালা জাদু করেছে বলে কোনো পরিবারকে একঘরে করা অভিযোগ নেহাতই অপ্রত্যাশিত। খুনের অভিযোগ থাকলে বিচারের মুখোমুখি হবেন অভিযুক্তরা।'

গ্রামবাসীর অভিযোগ, ঘোষ দম্পতির পরিবারে নাতি-নাতনি আসছিল না । তাই মসলন্দপুরের এক তান্ত্রিকের পরামর্শ মেনে তারা কালা জাদুর পথে যান। তান্ত্রিক নাকি বলেছেন, প্রতিবেশী ৩ জন শিশুকে তার তন্ত্রমন্ত্র মেনে মারতে পারলে তাদের বৌমা সন্তানসম্ভবা হবেন।

আর তা করতে গিয়ে প্রতিবেশীদের হাতে ধরা পড়ে যান ওই দম্পতি। গ্রাম ছাড়া ওই দম্পতি গ্রামে ফিরলে কী অঘটন ঘটবে সেই আশঙ্কায় তাদের গ্রামে ফিরতে বাধা দিচ্ছে গ্রামবাসী।

কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক এক ধরনের অতিপ্রাকৃত শক্তি বলে মনে করা হয়, যা অন্যের ক্ষতি সাধন করতে ব্যবহার করা হয়। জাদু, বশীকরণ, বানমারা, তাবিজ, টোনা ইত্যাদিকে কালা জাদু বলা হয়। যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

এ বিভাগের আরো খবর