মহামহিম রানি তার জীবদ্দশায় ৩০টিরও বেশি কর্গির (কুকুর) মালিক ছিলেন। মারা যাওয়ার সময় দুটি কর্গি ছিল রানির। এগুলো এতটায় পরিচিত যে, রানির মৃত্যুর পরপর শুভাকাঙ্ক্ষীদের মনে প্রশ্ন জাগতে থাকে, কে নিতে যাচ্ছেন এসব রাজকীয় কুকুরের দায়িত্ব।
বিবিসি প্রশ্নের উত্তর দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলছে, রানির ছেলে প্রিন্স অ্যান্ড্রু এবং তার সাবেক স্ত্রী সারাহ দেখভাল করবেন রানির দুই কুকুরের।
তাদের প্রতিবেদনে বলা হয়, মুইক এবং স্যান্ডি নামে কুকুর দুটিকে ডিউক অফ ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রু এবং ডাচেস অফ ইয়র্ক সারাহ পোষবেন। ২০২১ সালে কুকুর দুটিকে উপহার হিসেবে রানিকে দিয়েছিলেন তারা।
ডর্গি প্রজাতির আরও একটি কুকুর ছিল রানির, নাম ক্যান্ডি। গেল জানুয়ারিতেই ক্যান্ডির সঙ্গে ছবি তুলেছিলেন প্রয়াত রানি।
প্রিন্স অ্যান্ড্রুর ঘনিষ্ঠ একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, কুকুর দুটো রয়্যাল লজে ডিউক এবং ডাচেসের কাছে ফিরে যাবে। ডাচেসই সেই কুকুরছানাগুলো খুঁজে পেয়েছিলেন; যা মহামহিমকে উপহার দিয়েছিলেন ডিউক।
৬২ বছরের ডিউক এবং তার দুই মেয়ে বিট্রিস ও ইউজেনি গত বসন্তে মুইক ও ফার্গাস নামে আরেকটি কুকুর উপহার হিসেবে রানিকে দিয়েছিলেন। সে সময় রানির স্বামী প্রিন্স ফিলিপ হাসপাতালে ভর্তি ছিলেন। কোভিড লকডাউনের মধ্যে স্বামীর অসুস্থতা... সব মিলিয়ে অনেকটা বিপর্যস্ত ছিলেন রানি। তাকে এই অবস্থা থেকে বের করে আনতেই কুকুর দুটি উপহার দেয়া হয়েছিল।
ডর্গি প্রজাতির ফার্গাস গত বছরের মে মাসে মাত্র পাঁচ মাস বয়সে হৃদরোগে মারা যায়। এতে ভেঙে পড়েছিলেন রানি। প্রিন্স অ্যান্ড্রু বিষন্ন রানিকে তার ৯৫তম জন্মদিনে স্যান্ডিকে উপহার দেন।
রানির ব্যক্তিগত সহকারী এবং দীর্ঘদিনের বন্ধু অ্যাঞ্জেলা কেলি সম্প্রতি জানিয়েছিলেন, কুকুর উপহার পেয়ে সবার (রাজপরিবারের) মুখে হাসি ফুটেছে।
প্রিন্স অ্যান্ড্রু সঙ্গে কর্গির সম্পর্ক অনেক পুরনো। ছবিটি ১৯৬৬ সালে তোলা।
১৮তম জন্মদিনের উপহার
একজন উত্সাহী কর্গি প্রজননকারী ছিলেন রানি। ৬ দশক ধরে ৩০টিরও বেশি কর্গি এবং ডর্গিসের মালিক ছিলেন তিনি। এসব কুকুরের অনেকেই সুসানের বংশধর; যে কুকুরটি ১৯৪৪ সালে নিজের ১৮তম জন্মদিনের বাবার (রাজা জর্জ) কাছ থেকে উপহার পেয়েছিলেন এলিজাবেথ।
১৯৯৬ সালে বিয়েবিচ্ছেদ হয় সারাহ এবং অ্যান্ডুর। আলাদা হওয়ার পরও দুজন ঘনিষ্ঠ। তাই তার (সারাহ’র) সম্পৃক্ততা অবাক হওয়ার মতো কিছু নয়।
ডাচেস জানান, রানি তার কাছে ‘সবচেয়ে অবিশ্বাস্য শাশুড়ি এবং বন্ধু’ ছিলেন। তিনি রানিকে অনেক মিস করবেন।