আগামী দিনগুলোতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠতে পারে লন্ডন শহর। কারণ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হতে পারে ব্রিটেনের রাজধানীতে। আয়োজন ঘিরে লন্ডনের ট্রেনগুলোতে উপচেপড়া ভিড় হতে পারে বলে সতর্ক করেছেন রেল অপারেটররা।
এই আয়োজনের লজিস্টিক সাপোর্টের দায়িত্বে আছে হোয়াইট হল কর্তৃপক্ষ। তারা বলছে, কমপক্ষে ১০ লাখ মানুষ রানিকে শেষ শ্রদ্ধা জানাতে লন্ডনে জড়ো হতে পারেন। ২০০৫ সালে পোপ দ্বিতীয় জন পলকে শেষ শ্রদ্ধা জানাতে এত বিপুল মানুষের সমাগম ঘটেছিল।
শেষকৃত্য ঘিরে লন্ডনের ওয়েস্টমিনস্টার হল বুধবার বিকেল ৫টা থেকে আগামী সোমবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত টানা খোলা থাকবে।
অন্ত্যেষ্টিক্রিয়ার দিন সাধারণ মানুষ রানির কফিনটি দেখতে পাবেন, তবে এ জন্য তাদের প্রায় তিন মাইল লম্বা লাইনে অপেক্ষা করতে হতে পারে।
এ কদিনে যারা লন্ডন ভ্রমণ করতে চান, তাদের প্রচণ্ড ভিড় দেখার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন রেল কর্মকর্তারা।
হোটেল চেইনগুলোতে ইতোমধ্যে চাপ বেড়েছে। হোটেল অ্যান্ড হসপিটালিটি কোম্পানি ট্র্যাভেলজ বলছে, লন্ডনে তাদের ৭৮টি হোটেল আছে। গোটা যুক্তরাজ্য থেকে অতিথিরা তাদের হোটেলে রুম পেতে মুখিয়ে আছেন।
এত ভিড়ের মধ্যে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। যথাযথ প্রস্তুতি নিয়ে রেখেছে স্কটল্যান্ড ইয়ার্ড। এরই মধ্যে তারা ওয়েস্টমিনস্টারের আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া শুরু করেছে।
ট্রান্সপোর্ট ফর লন্ডন বলেছে, সামনের দিনগুলোতে যাত্রীসেবা নিয়ে তাদের বেগ পোহাতে হতে পারে। খুব দরকার না হলে লোকজনকে গাড়ি না বের করার পরামর্শ দিয়েছে তারা।
শেষকৃত্য ঘিরে পুলিশের ব্যস্ততা বেড়ে যাওয়ায় ফুটবল ম্যাচসহ কিছু ইভেন্ট বাতিলের শঙ্কা দেখা দিয়েছে। ইউরোপা লিগে আর্সেনাল বনাম পিএসভি আইন্দহোভেনের বৃহস্পতিবারের ম্যাচটি ইতোমধ্যে নিরাপত্তা খাতিরে বাতিল করা হয়েছে।
ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী মিশেল ডোনেলান জানিয়েছেন, ‘ওয়েস্টমিনস্টার হলে লাইনটি ৩০ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে। এ জন্য যথাযথ পরিকল্পনা নেয়া হয়েছে।’
১৯৯৭ সালে রানির পুত্রবধূ প্রিন্সেস ডায়ানার শেষকৃত্যে প্রায় ১০ লাখ মানুষের সমাগম ঘটেছিল। ধারণা করা হচ্ছে, রানির আয়োজনেও এমন সংখ্যক মানুষ উপস্থিত হতে পারেন।
রানির কফিনটি সোমবার সকালে এডিনবার্গের হলিরুড হাউসের প্রাসাদে ছিল। বিকেলে তা সেন্ট জাইলস ক্যাথেড্রালে নেয়া হয়।
কফিনটি মঙ্গলবার লন্ডনে পৌঁছাবে। বুধবার পার্লামেন্ট ভবনের কাছে ওয়েস্টমিনস্টার হলে তা নেয়া হবে। এদিন বিকেল ৫টা থেকে আগামী সোমবার পর্যন্ত মোট চার দিন রানির কফিনে শ্রদ্ধা জানাতে পারবে জনসাধারণ।