বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গোপসাগরে নিম্নচাপে সতর্কতা পশ্চিমবঙ্গে

  •    
  • ১০ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৪২

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় ভারতের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর বাসিন্দাদের সতর্ক করে রাজ্যের জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। প্রশাসনের কড়া নজরদারিতে কাউকেই সমুদ্রের নামতে দেয়া হচ্ছে না।

বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ ভারতের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে ঝড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

নিম্নচাপ ও কোটালের জন্য উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে বাসিন্দাদের সতর্ক করে দিয়ে মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত মাছ ধরতে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

যারা সমুদ্রে গিয়েছেন, তাদের শনিবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

পূর্ব মেদিনীপুরের মৎস্য কর্মকর্তা জয়ন্ত প্রধান বলেন, ‘একটা নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। জেলা প্রশাসন নির্দেশ দিয়েছে, যারা সমুদ্রে গিয়েছেন, তাদের ফিরে আসতে হবে। আজ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরার কাজ বন্ধ থাকবে।’

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হচ্ছে বলে জানিয়েছে, আবহাওয়া দপ্তর।

উপকূলবর্তী জেলাগুলোর বাসিন্দাদের সতর্ক করে রাজ্যের জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। শনিবার থেকেই দীঘা, মন্দারমনি, বকখালি ইত্যাদি পর্যটন স্থলে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের কড়া নজরদারিতে কাউকেই সমুদ্রের নামতে দেয়া হচ্ছে না।

সুন্দরবনের ব্লক অফিসগুলোতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। মজুদ করা হয়েছে ত্রাণ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটি ভারতের অন্ধপ্রদেশ ও উড়িষ্যা উপকূল হয়ে ক্রমশ শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে। আগামী ২৪ ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে নিয়ে স্থলভাগে প্রবেশ করবে নিম্নচাপটি।

ফলে রোববার থেকে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী, অতি ভারীর বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে।

এ বিভাগের আরো খবর