কানাডার সাচকাচুয়ান প্রদেশে ছুরি হামলার ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে রোববার সাচকাচুয়ান প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে পৃথক ছুরি হামলায় নিহত হন ১০ জন। এ সময় আরও অন্তত ১৮ জন আহত হয়েছেন।
এ ঘটনার পরই পলাতক সন্দেহভাজন দুই হামলাকারীকে খোঁজা হচ্ছিল। এই দুই ভাই হলেন ডেমিয়েন স্যান্ডারসন ও মাইলস স্যান্ডারসন।
রয়্যাল কানাডা পুলিশ জানায়, এদের মধ্যে ৩১ বছর বয়সী ডেমিয়েন স্যান্ডারসনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালের ওই হামলার পর বিপজ্জনক ব্যক্তিদের ধরতে পুরো প্রদেশে সতর্কতা জারি করে স্থানীয় পুলিশ। পরে প্রতিবেশী দুই প্রদেশ আলবার্টা ও ম্যানিটোবাতেও একই সতর্কতা জারি করা হয়।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সাচকাচুয়ানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোনডা ব্ল্যাকমোর বলেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তিনি বলেন, তার ভাই এখনও বেঁচে আছে। বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। অভিযান চলছে।
সাচকাচুয়ান পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রদেশের বিভিন্ন স্থানে ছুরি হামলার ঘটনা ঘটে। আক্রান্ত ১৩ স্থানকে শনাক্ত করা হয়েছে।