কানাডার সাসকাচোয়ান প্রদেশে একের পর এক ছুরি দিয়ে হামলার ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, হামলাকারী সন্দেহভাজন দুজনকে এখনও খোঁজা হচ্ছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যা পর্যন্ত তাদের হদিস পাওয়া যায়নি।
ছুরি হামলার এ ঘটনায় ৩১ বছর বয়সী ড্যামিয়েন স্যান্ডারসন ও ৩০ বছর বয়সী মাইলস স্যান্ডারসনকে খুঁজছে পুলিশ।
পুলিশের বর্ণনায় ড্যামিয়েন ৫ ফিট ৭ ইঞ্চি লম্বা ও ওজন ১৫৫ পাউন্ড এবং মাইলস ৬ ফুট ১ ইঞ্চি লম্বা ও ওজন প্রায় ২০০ পাউন্ড। পুলিশ বলছে, তারা একটি কালো রঙের নিশান রগ গাড়ি চালাচ্ছে।
ছুরি হামলার ঘটনাগুলো ঘটেছে সাসকাচুয়ান প্রদেশের স্মিথ ক্রি নেশন ও ওয়েলডন গ্রামের পৃথক ১৩টি স্থানে। এই এলাকাগুলোতে সাধারণ ফার্স্ট নেশনের লোকেরা বাস করে। কানাডার আদিবাসীদের ফার্স্ট নেশন বলা হয়। দীর্ঘমেয়াদে এই ফার্স্ট নেশনের মানুষগুলো অভিবাসী, শহুরে কানাডীয়দের শোষণ ও নির্যাতনের শিকার হয়েছে। এবারও তাদেরকেই হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।
আরসিএমপি সাসকাচোয়ানের সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর বলেছেন, আজ আমাদের প্রদেশে যা ঘটেছে তা ভয়াবহ।
তবে হামলা চালানোর কারণের বিষয়ে কিছু জানাতে পারেননি কমিশনার।
তবে কমিশনার রোন্ডা জানিয়েছেন, কিছু হামলাকে লক্ষ্যবস্তু করা হলেও অনেক হামলাকেই লক্ষ্যহীন এলোমেলো হামলা বলেই মনে হচ্ছে।
তিনি বলেন, পুলিশ ফার্স্ট নেশন সম্প্রদায়ের ওপর ছুরি হামলার খবর ভোর ৬টা থেকে পেতে শুরু করে। হামলার আরও রিপোর্ট পেতে শুরু করলে পুলিশ দুপুরে একটি সতর্কতা জারি করে জানায়, দুই সন্দেহভাজনকে বহনকারী একটি গাড়ি রেজিনায় দেখা গেছে।
পুলিশের পক্ষ থেকে রেজিনা এলাকার বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং নিরাপদ স্থানে থাকলে, সেখানেই থাকতে বলা হয়েছে। কোনো সন্দেহভাজন ব্যক্তিকে বা জরুরি অবস্থায় ৯১১ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইটবার্তায় বলেন, ‘আজকে সাসকাচোয়ানের হামলার ঘটনা ভয়াবহ ও হৃদয়বিদারক। যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের কথা ভাবছি।’