যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘দেশের শত্রু’ বলেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
শনিবার পেনসিলভেনিয়ার এক শোভাযাত্রায় বক্তব্য দেয়ার সময় ব্যবসায়ী থেকে রিপাবলিকান নেতা বনে যাওয়া ট্রাম্প নিজের উত্তরসূরি সম্পর্কে এই কথা বলেন।
গত ৮ আগস্ট ফ্লোরিডার নিজ বাড়িতে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) অভিযানের পর এই প্রথম প্রকাশ্যে আসলেন ট্রাম্প।
তিনি এফবিআইয়ের অনুসন্ধানকে বিচারের নামে প্রতারণা আখ্যা দিয়ে বলেন, ‘এটি এমন প্রতিক্রিয়ার সৃষ্টি করবে, যা কেউ কখনও দেখেনি।
‘কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার মূল্যবোধের বিরুদ্ধে বাস্তব হুমকির আর কোনো জীবন্ত উদাহরণ হতে পারে না। আমরা আমেরিকার ইতিহাসে প্রশাসনিক ক্ষমতার সবচেয়ে মর্মান্তিক অপব্যবহারের সাক্ষী হয়েছি।’
ট্রাম্পের দাবি, তার বাড়িতে অভিযানের বিষয়টি বাইডেন প্রশাসনই দেখভাল করেছিল।
মেক আমেরিকা গ্রেট এগেইন (মাগা) ক্যাম্পেইনের বিষয়ে ট্রাম্প বলেন, ‘মাগা মুভমেন্ট গণতন্ত্রকে দুর্বল করছে না। আমরা আমাদের গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করছি, খুব সহজ। গণতন্ত্রের প্রতি হুমকি উগ্র বাম থেকে আসে, ডান থেকে নয়।’
এর আগে পেনসিলভেনিয়ায় ফিলাডেলফিয়া হল থেকে বৃহস্পতিবার রাতে প্রাইম টাইম ভাষণে বাইডেন বলেন, ‘মাগা বাহিনী এই দেশকে পেছনের দিকে নিয়ে যেতে বদ্ধপরিকর।’
একই সঙ্গে তিনি দাবি করেন, যেই ৭ কোটি ৪০ লাখ রিপাবলিকান সমর্থক ভোটার ২০২০ সালের নির্বাচনে ডনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন, তারা সবাই মাগা সমর্থক নন, এমনকি সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানও মাগা সমর্থন করেন না।
ডেমোক্রেট রাজনীতিবিদ থেকে প্রেসিডেন্ট হওয়া বাইডেন তার বক্তৃতায় বলেন, এতে কোনো প্রশ্ন নেই যে রিপাবলিকান পার্টি আজ ডনাল্ড ট্রাম্প ও মাগা রিপাবলিকানদের দ্বারা চালিত এবং পার্টিতে তারাই আধিপত্যশীল, যা এই দেশের জন্য হুমকি।
তিনি বলেন, ‘ট্রাম্প সমর্থকরা গত বছর ইউএস ক্যাপিটালে হামলাকারী জনতাকে বিদ্রোহবাদীর থেকে দেশপ্রেমিক হিসেবে বেশি দেখে।’
‘দীর্ঘ সময়ের জন্য আমরা নিজেদের বলেছিলাম যে আমেরিকান গণতন্ত্র নিশ্চিত। কিন্তু তা নয়। আমাদের এটিকে রক্ষা করতে হবে এবং এর জন্য আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে।’
মাগা মুভমেন্ট গণতন্ত্রকে দুর্বল করছে না। আমরা আমাদের গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করছি, খুব সহজ। গণতন্ত্রের প্রতি হুমকি উগ্র বাম থেকে আসে, ডান থেকে নয়।
বাইডেনের বক্তব্যের জবাবে শীর্ষ পর্যায়ের রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি বলেছেন, ‘আমেরিকার আত্মাকে মারাত্মকভাবে আহত করেছেন।
‘গত দুই বছরে জো বাইডেন আমেরিকার আত্মার ওপর, জনগণের ওপর, আইনের ওপর, গণতন্ত্রের ওপর আক্রমণ করছেন।
‘তার নীতিগুলো আমেরিকার আত্মাকে মারাত্মকভাবে আহত করছে, আমেরিকার চেতনাকে খর্ব করছে এবং আমেরিকার আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।’