ভারতে বিজেপির শ্রমিক সংগঠনের অনুষ্ঠানে এক নারীকে সভা মঞ্চেই মারধরের অভিযোগ উঠেছে।
পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার খড়গপুর শহরের গোলাবাজারে রেল শ্রমিকদের নিয়ে আয়োজিত বিজেপির এক অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।
সে সময় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।
মারধরের শিকার নারীর বিরুদ্ধে অভিযোগ, তিনি রেলে চাকরি দেয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন, অথচ চাকরি দেননি। তাকে বহুদিন ধরেই খুঁজছিলেন প্রতারিতরা।
অভিযুক্ত নারী মালদা জেলার বাসিন্দা। তাকে ধরতে প্রতারণার শিকার কয়েকজন নারী শ্রমিক সংগঠনের সম্মেলন সভায় চলে আসেন।
পরে তাকে চিহ্নিত করে মঞ্চ থেকে নামিয়ে মারতে শুরু করেন।
মারধর করে অভিযুক্ত ওই নারীকে স্থানীয় একটি হোটেলের বাথরুমে আটকে রাখা হয়।
খবর পেয়ে খড়গপুর টাউন থানা পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত ৭ জনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে দিলীপ ঘোষের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, শ্রমিক ইউনিয়নের নেতাদের জিজ্ঞাসা করুন। তারাই বলতে পারবেন।
তবে এ বিষয়ে মুখ খোলেননি শ্রমিক ইউনিয়নের কোনো নেতা।