কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে একটি বিস্ফোরক হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
বামপন্থি গেরিলা নেতা থেকে কলম্বিয়ার প্রেসিডেন্ট বনে যাওয়া গুস্তাভো পেত্রো বলেছেন, তিনি দেশের প্রায় ৬০ বছরের সংঘাতের অবসানের প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর নিরাপত্তা বাহিনীর ওপর এটিই সবচেয়ে মারাত্মক হামলা।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার কর্মকর্তাদের বহনকারী একটি গাড়িতে বিস্ফোরক হামলা চালানো হয়। সে হামলায় ৮ কর্মকর্তা মারা যান।
প্রেসিডেন্ট এক টুইট বার্তায় বলেছেন, ‘এই কাজগুলো শান্তির বিরুদ্ধে সুস্পষ্ট নাশকতা। তদন্তের জন্য আমি কর্তৃপক্ষকে এলাকায় যেতে বলছি।’
নিহতদের পরিবারের প্রতিও সংহতি জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
তিনি সন্দেহভাজন অপরাধীদের নাম উল্লেখ করেননি। তবে নিরাপত্তা সূত্রে জানা গেছে, যে এলাকায় হামলার ঘটনাটি ঘটেছে, সেখানে ফার্ক বিদ্রোহী আন্দোলনের ভিন্ন মতাবলম্বীরা কাজ করে।
এ বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সময় জয়ী হলে কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সঙ্গে ২০১৬ সালে তৎকালীন সরকারের করা চুক্তির পূর্ণ বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন পেত্রো।
ভিন্নমতাবলম্বীরা তাদের সাবেক নেতার করা শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেছে এবং সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে।
কলম্বিয়ার সরকার, বামপন্থি বিদ্রোহীদের, ডানপন্থি আধাসামরিক বাহিনী এবং মাদক চোরাচালানচক্রের মধ্যে লড়াইয়ে ১৯৮৫ থেকে ২০১৮ সালের মধ্যে কমপক্ষে ৪ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন।