বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাকিস্তানে বন্যায় মৃত্যু আরও ৩৯ জনের

  •    
  • ২৫ আগস্ট, ২০২২ ১০:৩৯

জুন মাস থেকে পাকিস্তানে চলমান বন্যা পরিস্থিতিতে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। শুধু মঙ্গলবারই মারা গেছেন ৩৯ জন। বেলুচিস্তান প্রদেশে কয়েক হাজার মানুষ আটকে আছে। তাদের উদ্ধারে কাজ করছে সেনা ও বিমান বাহিনী। এরই মধ্যে সরকারি-বেসরকারি আশ্রয় কেন্দ্রে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

পাকিস্তানের দক্ষিণ ও উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গত মঙ্গলবার আরও ৩৯ জন মারা গেছেন। এই নিয়ে গত জুন মাস থেকে চলতি বন্যায় দেশটিতে ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ছাদ ধসে পড়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এবং ডুবে যাওয়ার মতো ঘটনায় সিন্ধু প্রদেশেই অন্তত ২৫ জন মারা গেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সামা নিউজ এজেন্সি জানিয়েছে, সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার বন্যায় আটকে পড়াদের উদ্ধার করতে চেষ্টা করে যাচ্ছে।

এ ছাড়া প্রদেশটির খায়রপুর জেলার একটি গ্রামে সোমবার সন্ধ্যায় একটি মসজিদের ছাদ ধসে পড়ে অন্তত ৭ জন মুসল্লি মারা গেছেন। খায়পুর জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

বেলুচিস্তানেও বন্যা ও প্রবল বৃষ্টিতে অন্তত ৯ জন মারা গেছেন। এই প্রদেশে প্রবল বন্যা শত শত গ্রামকে ডুবিয়ে দিয়েছে।

বেশির ভাগ মৃত্যুর খবর পাওয়া গেছে দক্ষিণ সিন্ধু এবং দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে, যেখানে প্রবল বৃষ্টি ও বন্যার কারণে কয়েক হাজার মানুষ আটকা পড়েছে।

এরই মধ্যে সরকারি-বেসরকারিভাবে তৈরি করা আশ্রয় শিবিরগুলোতে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে বলেছে, সেনারা সিন্ধু, বেলুচিস্তান, পাঞ্জাব ও কেপিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছেন।

এ বিভাগের আরো খবর