সাপের ছোবলে মারা যাওয়া ভাইয়ের শেষকৃত্যে অংশ নিতে এসে সাপের ছোবলেই মারা গেলেন এক যুবক।
ভারতের উত্তর প্রদেশে বলরামপুরের একটি গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
৩৮ বছর বয়সী অরিভিন্দ মিশ্রের শেষকৃত্যে এসে সেই বাড়িতেই ঘুমের মধ্যে সাপের ছোবলে মারা যাওয়া ২২ বছর বয়সী যুবকের নাম গোভিন্দ মিশ্র।
স্থানীয় পুলিশ কর্মকর্তা রাধা রমণ সিং জানিয়েছেন, বুধবার ভাইয়ের শেষকৃত্যে অংশ নিতে আসেন ওই যুবক। বৃহস্পতিবার তারও মৃত্যু হয়েছে সাপের কামড়ে।
তিনি বলেন, ঘুমের মধ্যে সাপের ছোবলে মারা গেছেন গোভিন্দ। একই ঘরে একই সময়ে তার আরেক আত্মীয়ও সাপের ছোবলে আহত হয়েছেন।
আহত যুবকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান পুলিশ কর্মকর্তা।
স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশের শীর্ষ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে পদক্ষেপের কথা বলেছেন তারা।