বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চীনা মিসাইল পড়ল জাপানে

  •    
  • ৫ আগস্ট, ২০২২ ০০:০১

জাপান বলছে, পাঁচটি চীনা মিসাইল তাদের জলসীমায় আছড়ে পড়েছে। নিন্দা জানিয়ে মহড়াটি ‘অবিলম্বে বন্ধ’ করার আহ্বান জানিয়েছে টোকিও।

আমেরিকান রাজনীতিবিদ ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর সামরিক মহড়ার অংশ হিসেবে দ্বীপটির কাছে মিসাইল ছুড়েছে চীন। তাইওয়ান বলছে, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম উপকূলে ১১টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বেইজিং

এদিকে জাপান বলছে, পাঁচটি চীনা মিসাইল তাদের জলসীমায় আছড়ে পড়েছে। নিন্দা জানিয়ে মহড়াটি ‘অবিলম্বে বন্ধ’ করার আহ্বান জানিয়েছে টোকিও।

যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার পেলোসির এই সফরকে তাইওয়ানের সার্বভৌমত্বের দাবির চ্যালেঞ্জ হিসেবে দেখেছে চীন।

তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে বেইজিং। তারা সাফ জানিয়ে দিয়েছে, নিয়ন্ত্রণের বাইরে গেলে প্রয়োজনে বল প্রয়োগ করবে তারা।

যুক্তরাষ্ট্র অবশ্য তাইওয়ানকে চীনের বিচ্ছিন্ন দ্বীপের স্বীকৃতি দেয়নি। ১৯৫০ সাল থেকে দ্বীপটি চীনের অংশ হিসেবে থাকলেও, স্বাধীনতার দাবিতে দ্বীপের নেতারা পশ্চিমাঘেঁষা অবস্থান নিয়েছেন। যুক্তরাষ্ট্র এই সুযোগ কাজে লাগিয়ে দ্বীপটিকে সামরিক সহায়তা দিয়ে আসছে বহু আগে থেকেই।

চীনা সামরিক বাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘এই মহড়ায় যৌথ অবরোধ, সমুদ্রের লক্ষ্যবস্তুতে হামলা, স্থল লক্ষ্যবস্তুতে হামলা, আকাশপথ নিয়ন্ত্রণ অভিযানসহ মূল প্রশিক্ষণ সেশনের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে।’

তাইওয়ান উপকূলে ব্যালিস্টিক মিসাইলের অভূতপূর্ব উৎক্ষেপণ এবং সামরিক মহড়া পরিচালনা করে যুক্তরাষ্ট্রের দূতের সফরের প্রতিক্রিয়া জানাচ্ছে চীন।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অবস্থা বিবেচনায় প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করেছে তারা। এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘অন্যান্য দেশের কাছাকাছি জলসীমায় ইচ্ছাকৃতভাবে মিসাইল পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়ার পথ অনুসরণ করছে চীন।’

চীনের শক্তিশালী মিত্র উত্তর কোরিয়া। সাম্প্রতিক মাসগুলোতে বারবার মিসাইল পরীক্ষা চালিয়ে অঞ্চলে উত্তেজনা সৃষ্টির জন্য পিয়ংইয়ংকে দায়ী করা হচ্ছে।

চীনের মিসাইল উৎক্ষেপণের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি বলেন, ‘আমরা এই কাজের তীব্র নিন্দা করছি। কারণ এটি জাপানের সার্বভৌম এবং জাপানি জনগণের নিরাপত্তার জন্য একটি গুরুতর সমস্যা।’

চীনের মিসাইল উৎক্ষেপণের ফলে তাইওয়ানের শিপিং লেন এবং বিমান চলাচল ব্যাহত হচ্ছে। জাহাজগুলো পুনরায় রুট করতে বাধ্য হয়েছে। দিনব্যাপী বাধাগুলো বিশ্বব্যাপী শিপিংয়ে বিলম্বের সঙ্গে সরবরাহ চেইনে প্রভাব ফেলবে বলে শঙ্কা করা হচ্ছে।

তাইওয়ানের তাওয়ুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে এই চীনা মহড়ার কারণে।

এ বিভাগের আরো খবর