যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। তাইওয়ানকে ঘিরে এরই মধ্যে চীন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান সমন্বয়ে মহড়া শুরু করেছে।
এমন পরিস্থিতিতে পেলোসির তাইওয়ান সফরের ইস্যু নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি চীনের সঙ্গে এই উত্তেজনার জন্য পেলোসিকেই দায়ী করেছেন।
ডনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানতে চান, ‘উন্মাদ ন্যান্সি পেলোসি কেন তাইওয়ানে।’
তিনি তার পোস্টে বলেছেন, পেলোসি সব সময় ঝামেলা সৃষ্টি করে। সে ভালো কোনো কিছুই করে না।
ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন পেলোসি দুইবার তাকে ইমপিচমেন্টের (অপসারণের) চেষ্টা করেন। তবে দুইবারই তিনি ব্যর্থ হন।