ইরানের পারমাণবিক বোমা বানানোর কারিগরি সক্ষমতা আছে বলে দাবি করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি।
তিনি বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও পরমাণু বোমা বানানোর ইচ্ছা নেই ইসলামি প্রজাতন্ত্রটির।
স্থানীয় সময় সোমবার এসলামি এমন বক্তব্য দিয়েছেন বলে ফার্স নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
ফার্সের বরাত দিয়ে আলঅ্যারাবিয়ার খবরে বলা হয়, ইরানের পরমাণু বোমা তৈরির সক্ষমতার বিষয়টি জুলাইয়ে জানিয়েছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা কামাল খাররাজি। চলতি মাসের শুরুতে এসলামি সেটি পুনর্ব্যক্ত করলেন।
অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন রাষ্ট্র ও তাদের মিত্ররা, তবে ইরান বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে।
পরমাণু বোমা বানাতে ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার হয়। ইরানের কাছে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে।
২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পরাশক্তিগুলোর সঙ্গে ইরান যে চুক্তি করেছিল, তার শর্ত অনুযায়ী ইসলামি প্রজাতন্ত্রটি সর্বোচ্চ ৩.৬৭ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত।
২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এলে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের শর্ত লঙ্ঘন শুরু করে। এর পর থেকে দেশটি ধীরে ধীরে পরমাণু সমৃদ্ধকরণ বাড়াতে থাকে।