আফগানিস্তানের তালেবান বাহিনীর সঙ্গে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সংঘর্ষ হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান বলছে, সোমবার ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে লড়াইয়ে তাদের একজন যোদ্ধা নিহত হয়েছেন।
আফগানিস্তানের নিমরোজ প্রদেশ ও ইরানের হিরমান্ড অঞ্চলের সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আফগানিস্তানের প্রদেশ নিমরোজের পুলিশ মুখপাত্র বাহরাম হাকমাত রয়টার্সকে বলেন, ‘সংঘর্ষে আমাদের একজন নিহত ও একজন আহত হয়েছে।’
ইরানের হিমান্দ অঞ্চলের কর্মকর্তা মায়সাম বারাজানধেহ জানিয়েছেন, সংঘর্ষে ইরানি সীমান্তরক্ষীদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তালেবান যোদ্ধা
আফগানিস্তান ও ইরান উভয়েই এই ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে।
ইরানের বার্তা সংস্থা তাসনিম বলছে, লড়াই তখনই শুরু হয় যখন তালেবান এমন স্থানে আফগানিস্তানের পতাকা ওড়ায় যে স্থান আসলে আফগানিস্তানের অংশই নয়। পরে তালেবান ও ইরান সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কয়েক মিনিট গোলাগুলি চলে।
বারাজানদেহ বলেন, ‘আমাদের বাহিনী প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখিয়েছে।’
গত বছর আগস্টে তালেবানরা ক্ষমতায় আসার পর ইরান সীমান্তে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে।
গত মাসে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, একই স্থানে তালেবানের সঙ্গে সংঘর্ষে ইরানের একজন সীমান্তরক্ষী নিহত হয়েছিলেন।