বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বের সবচেয়ে আলোচিত গাঁজা কেলেঙ্কারি

  •    
  • ৩১ জুলাই, ২০২২ ২২:৫৯

সারা বিশ্ব থেকে কয়েক লাখ মানুষ জুসিফিল্ডসে বিনিয়োগ করেছে বলে জানা গেছে। এটি এমন একটি প্রতিষ্ঠান, যা অনলাইন বিনিয়োগকারীদের গাঁজা খামারের সঙ্গে যুক্ত করার প্রতিশ্রুতি দেয়। তবে এখন সন্দেহ তৈরি হয়েছে, এটি পোনজি স্কিম কিনা।

ল্যাম্বুরগিনি দুটি চোখে না পড়েই যায় না। জুসিফিল্ডসের লোগোসহ গাড়ি দুটি মার্চে স্পেনের বার্সেলোনার একটি হোটেলের সামনে পার্ক করা ছিল। আন্তর্জাতিক গাঁজা শিল্পের একটি সম্মেলন চলছিল ভেতরে।

আসলে বার্তাটি পরিষ্কার; এখানেই এলেই টাকা বানানো যায়।

জুসিফিল্ডসের সদর দপ্তর জার্মানিতে হলেও চলতি বছরের শুরুতে সেটি আমস্টারডামে সরিয়ে নেয়া হয়। সেখান থেকে ই-গ্রোয়ার্স নামে একটি সাইট খুলে তারা ব্যবসার প্রচার চালাতে থাকে। তারা বলছে, বৈধ গাঁজা বাগানে বিনিয়োগ আপনাকে ধনী করে তুলবে। তবে এখন জুসিফিল্ডসকে গাঁজা শিল্পের সর্বকালের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে মনে করা হচ্ছে।

জুলাইয়ের মাঝামাঝি থেকে বিনিয়োগকারীরা আর তাদের গ্রাহক অ্যাকাউন্টে ঢুকতে পারছে না। এতে ৫ লাখ বিনিয়োগকারীর মাথায় হাত। সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক মিলিয়ন থেকে কয়েক বিলিয়ন ইউরোর মধ্যে হতে পারে।

স্প্যানিশ ভাষাভাষী বিশ্বে জুসিফিল্ডসের বড় উপস্থিতি ছিল। স্প্যানিশ আইন সংস্থা মার্টিনেজ-বিয়ানকো ১৪০০ জনের প্রতিনিধিত্ব করছে, যারা দাবি করছেন, জুসিফিল্ডসের কারণে অর্থ হারিয়েছেন তারা।

ক্রিপ্টো-অ্যানালাইসিস প্ল্যাটফর্ম ইথারস্ক্যানের তথ্যের ভিত্তিতে মার্টিনেজ-বিয়ানকো বলছে, জুসিফিল্ডসের ক্রিপ্টো ওয়ালেট হয়ে ৫ বিলিয়ন ইউরো লেনদেন হয়েছে। শুধু স্পেনেই প্রতারিত হয়েছে ২৮ হাজার মানুষ। কিছু বিনিয়োগকারী সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার ইউরো পর্যন্ত হারিয়েছে বলে সন্দেহ করছে স্প্যানিশ আইন সংস্থাটি।

তৎকালীন বার্লিনভিত্তিক সংস্থাটি তার স্বঘোষিত ‘গাঁজা ক্রাউড গ্রোয়িং প্ল্যাটফর্ম’ নিয়ে ২০২০ সালের প্রথম দিকে অনলাইনে আসে। টেলিগ্রাম, ছোট-খাট নিউজ সাইট এবং ক্রিপ্টোকারেন্সি বিশেষজ্ঞদের নিয়ে অনলাইন ফোরাম আয়োজন করে প্রচার চালাতে থাকে জুসিফিল্ডসের বিপণন দল। তারা বলতে থাকে, ৫০ থেকে এক লাখ ৮০ হাজার ইউরো বিনিয়োগ করে গাঁজা খামারের অংশীদার হওয়ার সুবর্ণ সুযোগ এটি।

The infamous Juicy Fields “sponsored” Lamborghinis outside the hotel in Barcelona where the ICBC after-party was hosted in March. ⁦@HIGH_TIMES_Mag⁩ ⁦@r_crainn⁩ ⁦@TheCannabisRev2pic.twitter.com/ah7B4R9Mde

— Fweed (@Fweed_) July 20, 2022

লেনদেনের জন্য প্রতিষ্ঠানটি একটি অ্যাকাউন্ট চালু করে। বিনিয়োগকারীদের বলা হয়, গাঁজা চাষ, সংগ্রহ এবং বিক্রির পর ৬৬ শতাংশ লাভ থাকবে তাদের। এটা মাত্র তিন মাসের মধ্যে!

লোভনীয় এই অফার ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার অনেক নাগিরককে রাতারাতি ধনী হওয়ার স্বপ্নে বিভোর করে তোলে। এর মধ্যে নানা টেলিগ্রাম গ্রুপে খবর আসতে থাকে জুসিফিল্ডে বিনিয়োগ করে অনেকেই ধনী হয়ে গেছেন। এসব টাকা এসেছে ব্যাংকের মাধ্যমে, কারও কারও ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সিতে।

চলতি বছরের ১১ জুলাই পর্যন্ত সব ঠিক ছিল। এর পর থেকেই ঝালেমা শুরু হয়। বিনিয়োগকারীদের অভিযোগে ভরে যায় টেলিগ্রাম গ্রুপগুলো। তারা জানায়, জুসিফিল্ডস অ্যাকাউন্টগুলোতে ঢোকা যাচ্ছে না। ঠিক এমন সময়ে বকেয়া বেতনের দাবিতে ধর্মঘট শুরু করে জুসিফিল্ডসের কর্মীরা।

এমন অনিশ্চয়তার মধ্যে জুলাইয়ে বসে বার্লিন গাজা মেলা। এতে মেরি জেন নামে একটি প্রতিষ্ঠানের স্পন্সর ছিল জুসিফিল্ডস। তবে মেলা শুরুর ঠিক আগে নিরবে সরে দাঁড়ায় জুসিফিল্ডস।

জুসিফিল্ডসের কর্তৃপক্ষকে এখন নাগাল পাওয়া অসম্ভব। কারণ তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছে। ইউটিউবে আপলোড করা ভিডিওগুলোও একে একে মুছে ফেলা হচ্ছে।

মিডিয়া রিপোর্ট বলছে, জুসিফিল্ডস একটি পোনজি স্কিমের মডেল নকল করে থাকতে পারে। তারা এক বিনিয়োগকারীর অর্থ অন্য বিনিয়োগকারীকে দিয়ে একটি পরিবেশ তৈরি করেছে। কেবল স্পোর্টস কারের মাধ্যমেই নয়, সামাজিক মিডিয়া, প্রভাবশালী ব্যক্তিত্ব, অনলাইন বিজ্ঞাপন এবং বাণিজ্য মেলার মাধ্যমেও জোরালোভাবে ছড়িয়ে পড়েছে জুসিফিল্ডসের নাম।

স্প্যানিশ ন্যাশনাল ফিনান্সিয়াল কমিশন (সিএনএমভি) মে মাসে জুসিফিল্ডসকে এমন কোম্পানির তালিকায় রাখে, যেগুলোয় বিনিয়োগ অনুমোদিত নয়।

জার্মান ফেডারেল ফিনান্সিয়াল সুপারভাইজরি অথরিটি (বাফিন) মার্চে জুসিফিল্ডস সম্পর্কে একটি সরকারি সতর্কতা জারি করেছিল। জুনে কোম্পানিটিকে নিষিদ্ধ করে জার্মান সরকার। কারণ হিসেবে বলা হয়, জুসিফিল্ডস তার বিনিয়োগের প্রস্তাবগুলোতে প্রয়োজনীয় আর্থিক তথ্য প্রকাশ না করে আইন ভঙ্গ করেছে। সে সময়ে জুসিফিল্ডস তার সদরদপ্তর বার্লিন থেকে আমস্টারডামে সরিয়ে নেয়।

এত কিছুর পরও অব্যাহত ছিল ব্যবসা। ডয়চে ভেলের প্রতিবেদন বলছে, জার্মানিতে নিষেধাজ্ঞার পরও ভার্চুয়ালি তারা সেখানে ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

এই গাঁজা গাছের অস্তিত্ব কি কখনও ছিল? যারা সত্য জানেন তারা (জুসিফিল্ডের কর্তারা) ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছেন। কোম্পানির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী অ্যালান গ্ল্যান্স বছরের শুরুতেই পদত্যাগ করেন। নতুন সিইও উইলেম ভ্যান ডার মেরওয়ে জুলাইয়ের মাঝামাঝিতে পদত্যাগ করেছেন বলে জানা গেছে

জার্মান আর্থিক সাময়িকী ফিনানযটেস্ট এর গবেষণা বলছে, জুসিফিল্ডসের পেছনে একটি সুইস হোল্ডিং কোম্পানি এবং একটি জার্মান অভিজাত পরিবারের সদস্যরা আছেন।

স্প্যানিশ প্রকাশনা এল পাইস ফাইনানসিয়ারও বলছে, রাশিয়ান পাসপোর্টধারী তিন জনের একটি দল প্রতিষ্ঠানটি চালু করেছে। সাবেক সিইও গ্ল্যান্স এই তথ্যকে সমর্থন জানিয়েছেন

জুসিফিল্ডসের নামটি আলোচনায় আসে যখন ক্রিপ্টোকুইন নামে পরিচিত জার্মান-বুলগেরিয়ান নাগরিক রুজা ইগনাটোভারকে মোস্ট ওয়ান্টেডের তালিকায় রাখে এফবিআই। অভিযোগ আছে, ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্ট স্কিমে ৪ বিলিয়ন ডলার নয়ছয় করেছেন তিনি।

বার্লিনের পাবলিক প্রসিকিউটর অফিস বিষয়টি তদন্ত করছে। ফিনানযটেস্ট বলছে, জার্মান ফেডারেল ফাইন্যান্সিয়াল সুপারভাইজরি অথরিটি ১ মিলিয়ন ইউরো জরিমানা করতে যাচ্ছে জুসি হোল্ডিংসকে।

ইউকে-ভিত্তিক গাঁজা শিল্পের পরামর্শদাতা হ্যানওয়ে অ্যাসোসিয়েটসের হেড অফ অ্যাডভাইজরি শার্লট বাউয়ার বলেন, ‘ইউরোপে গাঁজা বৈধকরণ এবং বিনিয়োগের প্রচুর চাহিদা রয়েছে। তবে সমস্যার হলো তথ্যের ঘাটতি। এ কারণে উৎকৃষ্ট গাঁজায় বিনিয়োগের সুযোগ হারায় অনেকে।

‘পাবলিক কোম্পানিগুলো অপ্রত্যাশিত বিনিয়োগকারীদের কাছে কী বলতে পারে কী পারে না, সে বিষয়টি ব্যাপকভাবে নিয়ন্ত্রিত হয়। এসব চাহিদা মেটানোর মতো অবস্থানে নেই ইউরোপের অনেক স্টক এক্সচেঞ্জ।’

গত বছর জার্মান সরকার বিনোদনের জন্য গাজা চাষকে বৈধ্য করার পর বিশ্বের সবচেয়ে বড় গাজার বাজারে পরিণত হয় দেশটি। চলতি বছরের মে মাসে স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ ঘোষণা দিয়েছিলেন, ২০২২ সালের শেষ নাগাদ একটি বিল তৈরি করবে সরকার। ২০২৩ সালের শেষ নাগাদ এটি আইনে পরিণত হবে।

এর মধ্যে জুসিফিল্ডসের ওয়েবসাইটতে একটি গোপন বিবৃতি প্রকাশিত হয়েছে। রিফান্ডের জন্য নিবন্ধন করার প্রস্তাব দেয়া হয়েছে সেখানে। বলা হয়েছে, অফিসিয়াল আইডি কার্ডসহ একটি সেলফি ভিডিও পাঠাতে হবে ব্যবহারকারীদের।

এ বিভাগের আরো খবর