প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়েছে ভারতের বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান। এতে দুই পাইলট নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে রাজস্থানের বারমার জেলায় এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
দুই আসনের ওই মিগ-২১ বিমানটি সন্ধ্যায় প্রশিক্ষণের জন্য রাজস্থানের উটারলাই বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। পরে রাত ৯টা ১০ মিনিটে ভিমদা গ্রামে এটি বিধ্বস্ত হয়।
বিমান বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় আহত হয়ে বিমানটির দুই পাইলট মারা গেছেন। এই প্রাণহানির জন্য তারা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট বার্তায় বলেছেন, মিগ-২১ প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনার কারণে দুই বিমানযোদ্ধাকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।
সোভিয়েত আমলে নির্মিত মিগ-২১ ষাটের দশকে ভারতের বিমান বাহিনীতে যুক্ত হয়। এরপর অন্তত ২০০ বার দুর্ঘটনায় পড়ে এই মডেলের বিমান। আগামী দশকে মিগ-২১ বিমানের পরিবর্তে অন্য যুদ্ধবিমান আনার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।