বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফিলিপাইনে ভূমিকম্পে মৃত ৪, আহত ৬০

  •    
  • ২৭ জুলাই, ২০২২ ১৩:১৭

ফিলিপাইনের উত্তরের প্রদেশ আবরার বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। জরুরি বিভাগের কর্মীরা ছাড়াও স্থানীয় সাধারণ বাসিন্দারাও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ৭.১ মাত্রার বললেও ফিলিপাইনের সিসমোলজি ইনস্টিটিউট বলছে, ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৭.৩ মাত্রার।  

ফিলিপাইনের লুজন দ্বীপে বুধবার রিখটার স্কেলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের ফলে দেশটির উত্তর প্রদেশের একটি হাসপাতালসহ বেশ কয়েকটি ভবন বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্পের ফলে এ পর্যন্ত ৪ জন মারা গেছেন ও আহত হয়েছেন ৬০ জন।

মারা যাওয়াদের মধ্যে ১ জন ও আহতদের মধ্যে ২৫ জনই আবরা প্রদেশের। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

দেশটির উত্তরের প্রদেশের বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। জরুরি বিভাগের কর্মীরা ছাড়াও স্থানীয় সাধারণ বাসিন্দারাও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ৭.১ মাত্রার বললেও ফিলিপাইনের সিসমোলজি ইনস্টিটিউট বলছে, ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৭.৩ মাত্রার।

ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির ডোলোরস শহরের প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বের ১০ কিলোমিটার গভীরে। রাজধানী ম্যানিলাতেও ভূকম্পন অনুভূত হয়েছে।

উত্তরের আবরা প্রদেশে ভূমিকম্পের ফলে ধসে পড়া হাসপাতাল থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে। সেখানেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

২ লাখ ৫০ হাজার বাসিন্দার আবরা প্রদেশের গভর্নর জয় বার্নোস তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে ক্ষতিগ্রস্ত হাসপাতালের ছবি পোস্ট করেছেন।

লাগানগিলাং শহরের মেয়র রোভলিন ভিলামোর বলেন, ‘আমরা এখনো আফটারশক অনুভব করছি। বাড়িঘরের ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

ভূমিকম্পের ফলে প্রদেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আফটারশকের কারণে এখনো বাসিন্দারা ঘরে থাকতে পারছেন না। তারা খোলা স্থানে অবস্থান করছেন।

ভূমিকম্পের পরে রাজধানী ম্যানিলাতেও মেট্রো চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল।

প্রাকৃতিক দুর্যোগপ্রবণ ও ভূকম্পনগতভাবে সক্রিয় প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে ফিলিপাইনের অবস্থান। রিং অফ ফায়ার মূলত একটি আগ্নেয়গিরি ও ফল্ট লাইনের ব্যান্ড, প্রশান্ত মহাসাগরের ধারে বৃত্তাকারে এর অবস্থান।

এ বিভাগের আরো খবর