বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তুর্কিয়ের ড্রোন প্রকল্পে থাকতে চায় রাশিয়া

  •    
  • ২৭ জুলাই, ২০২২ ০৮:৫৬

মঙ্গলবার সন্ধ্যায় এক পার্টির শীর্ষস্থানীয় নেতাদের এক বৈঠকে এরদোয়ান বলেছেন, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত বাইকারের সঙ্গে ড্রোন নিয়ে কাজ করতে আগ্রহী। যদিও গত সপ্তাহে বাইকারের প্রধান নির্বাহী কর্মকর্তা হালুক বায়রাক্তার সিএনএনকে বলেছিলেন যে তার প্রতিষ্ঠান রাশিয়ার কাছে কখনোই ড্রোন বিক্রি করবে না।

সিরিয়ায় তুর্কিয়ের সামরিক অভিযানে লিবিয়ার গৃহযুদ্ধে আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে হওয়া নাগার্নো কারাবাখ যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল বায়রাক্তার ড্রোন। সবশেষ রুশ সামরিক অভিযানের বিরুদ্ধে বায়রাক্তার ড্রোন ব্যবহার করে ইউক্রেন। ইউক্রেনে যুদ্ধ শুরুর আগেই তুর্কিয়ের প্রতিষ্ঠান বাইকার দেশটিতে ৫০টি বায়রাক্তার ড্রোন সরবরাহ করে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের ময়দানে সফল বায়রাক্তার।

যেখানে রুশ সেনাদের বিরুদ্ধেই বায়রাক্তার ড্রোন ব্যবহার হয়েছে, সেখানে খোদ রাশিয়াই এবার বায়রাক্তার প্রকল্পে তুর্কিয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহ দেখিয়েছে।

রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কিয়ের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত বাইকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

মঙ্গলবার সন্ধ্যায় একে পার্টির শীর্ষস্থানীয় নেতাদের এক বৈঠকে এরদোয়ান এমনটাই জানিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ পেয়েছে তুরস্কের একাধিক গণমাধ্যমে।

বাইকার মূলত বায়রাক্তার ও আকিন্সি স্ট্রাইক ড্রোন তৈরি করে।

এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে একটি বাইকারের ড্রোন তৈরির কারখানা তৈরির প্রস্তাব দেয়া হয়েছে।

বায়কারের প্রধান নির্বাহী হালুক বায়রাক্তার

বাইকারের প্রতি আলোকপাত করে তেহরানে এরদোয়ানের সঙ্গে এক বৈঠকে ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘আসুন একসঙ্গে কাজ করি।’

যদিও গত সপ্তাহে বাইকারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জামাতা হালুক বায়রাক্তার সিএনএনকে বলেছিলেন যে তার প্রতিষ্ঠান রাশিয়ার কাছে কখনোই ড্রোন বিক্রি করবে না।

এর আগে দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় তুর্কিয়ে ও রাশিয়া একসঙ্গে কাজ করায় যুক্তরাষ্ট্রের রোষানলে পড়তে হয় তুর্কিয়েকে। ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানে যেখানে পশ্চিমারা পুরোপুরি রাশিয়াবিরোধী অবস্থান নিয়েছে, নিকট ভবিষ্যতে সেখানে ন্যাটোভুক্ত দেশ হিসেবে তুর্কিয়ের পক্ষে আবারও প্রতিরক্ষা খাতে রাশিয়ার সঙ্গে কাজ করা সম্ভব হবে কি না তা সময় বলে দেবে।

এ বিভাগের আরো খবর